আর কাজ করবে না এই ব্যাঙ্কের চেকবুক, IFSC/MICR কোড ! সেরে নিন জরুরি কাজগুলি সময় থাকতেই
Last Updated:
advertisement
1/7

আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রিজাভ ব্যাঙ্কের ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/7
সরকারি ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ত্রৈমাসিক সাংবাদিক সম্মেলনে জানিয়েছে গত ৷ জুলাই-সেপ্টেম্বর মাসে ২৭ কোটি টাকা লাভা হয়েছে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/7
সেখানে গত ত্রৈমাসিকে ২৩.২ কোটি টাকার ক্ষতি হয়েছিল ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/7
সূত্রের খবর খরচ কমানোর জন্য ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ৫১ টি শাখা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/7
ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে এতে আখেরে ব্যাঙ্ক লাভের মুখই দেখবে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/7
আজ থেকে আর কাজ করবেনা ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের চেকবই ও আই এফএসসি কোড ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
7/7
১,৯০০ শাখা বন্ধ হওয়ার অর্থ IFSC/MICR বন্ধ হয়ে যাবে আগের থেকেই নির্দেশিকা জারি করা হয়েছে ৷ আরও বলা হয়েছে বন্ধ হয়ে যাওয়া শাখার সমস্ত কাজ সেরে ফেলতে ৩১ ডিসেম্বরের মধ্যে ৷ তারপর থেকে ব্যাঙ্কের সব কাজ নতুন IFSC/MICR কোডের মাধ্যমে শুরু হবে ৷ ছবি সংগৃহীত ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
আর কাজ করবে না এই ব্যাঙ্কের চেকবুক, IFSC/MICR কোড ! সেরে নিন জরুরি কাজগুলি সময় থাকতেই