TRENDING:

আধারের সঙ্গে লিঙ্ক না করালে নিষ্ক্রিয় তো হবেই প্যান ! কী কী ঝামেলায় পড়তে হতে পারে আপনাকে?

Last Updated:
কারও PAN নিষ্ক্রিয় হয়ে গেলে কী কী বিপত্তি হতে পারে?
advertisement
1/7
আধারের সঙ্গে লিঙ্ক না করালে নিষ্ক্রিয় তো হবেই প্যান ! কী কী ঝামেলায় পড়তে হবে ?
PAN কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করানোর সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র। এর আগে ৩১ মার্চ, ২০২৩ অবধি সময় দেওয়া হয়েছিল। কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে সেই সময়সীমা ৩০ জুন ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে৷ বলা হয়েছে এই সময়ের মধ্যে যদি কেউ তাঁর PAN এবং আধার লিঙ্ক করাতে না পারেন, তাহলে তাঁর PAN কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে৷
advertisement
2/7
যদিও কোনও অনাবাসী ভারতীয়, অভারতীয় নাগরিক, ৮০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ ভারতীয় নাগরিক এবং জম্মু-কাশ্মীর, অসম এবং মেঘালয়ের বাসিন্দাদের জন্য এই লিঙ্কিং বাধ্যতামূলক নয়। মূলত কর প্রদান ব্যবস্থাকে নির্বিঘ্ন করতে এবং কর ফাঁকি এড়াতে সরকার PAN-আধার লিঙ্ক করার কথা জানিয়েছে।
advertisement
3/7
কারও PAN নিষ্ক্রিয় হয়ে গেলে কী কী বিপত্তি হতে পারে— নিষ্ক্রিয় PAN-এ আয়কর রিটার্ন পাওয়া যাবে না। রিফান্ডের ক্ষেত্রে কোনও সুদ দেওয়া হবে না। TDS এবং TCS কাটার ক্ষেত্রে অধিক সুদ আদায় করবে আয়কর দফতর।
advertisement
4/7
যে সব ক্ষেত্রে আটকে যাবে লেনদেন— PAN নিষ্ক্রিয় হয়ে গেলে করদাতার পক্ষে একাধিক লেনদেন করা সম্ভব হবে না। গাড়ি বিমা বা স্থাবর সম্পত্তি কেনাতেও সমস্যা হবে। কী কী সমস্যা হবে জেনে নেওয়া যাক বিস্তারিত-
advertisement
5/7
১. গাড়ি কেনার ক্ষেত্রে সমস্যা হবে। ২. গাড়ির বিমা পাওয়া যাবে না। ৩. বেসিক সেভিংস অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যাবে না। ৪. ১০ লক্ষ টাকার বেশি মূল্যের স্থাবর সম্পত্তি কেনা যাবে না। ৫. সরকারি বা বেসরকারি ব্যাঙ্কে দিনে ৫০ হাজার টাকার বেশি জমা করা যাবে না।
advertisement
6/7
৬. একবারে ৫০ হাজার টাকার বেশি বিদেশি অর্থের লেনদেন করা যাবে না। ৭. ৫০ হাজার টাকার উপরে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ যাবে না। ৮. ৫০ হাজার টাকার উপরে LIC প্রিমিয়ামেও সমস্যা হবে। ৯. আরবিআই বন্ড, কোম্পানির বন্ড এবং ডিবেঞ্চারে বিনিয়োগ করা যাবে না।
advertisement
7/7
নিষ্ক্রিয় PAN সক্রিয় করার উপায়— ৩০ জুন ২০২৩ তারিখের মধ্যে PAN-আধার লিঙ্ক করালেও ১০০০ টাকা ফি দিতে হবে। এই সময়সীমা পেরিয়ে গেলে- আয়কর পোর্টালে e-Pay Tax বিভাগে যেতে হবে। PAN কার্ড নম্বর এবং মোবাইল নম্বর দিলে OTP আসবে। OTP যাচাই করার পরে, একটি নতুন উইন্ডো খুলে যাবে যেখানে অন্য একটি পেমেন্ট টাইটেল দেখানো হবে। ‘Procced’ বোতামে ক্লিক করে ২০২৩-২৪ অ্যাসেসমেন্ট ইয়ার-এর জন্য ৫০০ টাকা দিতে হবে। এরপর ট্যাক্স ব্রেক-আপে 'Other'-এ ১০০০ টাকা পূরণ করে পরবর্তী ধাপে এগিয়ে যেতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
আধারের সঙ্গে লিঙ্ক না করালে নিষ্ক্রিয় তো হবেই প্যান ! কী কী ঝামেলায় পড়তে হতে পারে আপনাকে?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল