EPFO-র সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে? তাহলে কি পুরো টাকাটাই জলে ?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
কী করতে হবে ? জেনে নিন না হলে পড়তে হতে পারে সমস্যায় ৷
advertisement
1/7

সংগঠিত সেক্টরের কর্মীদের প্রতি মাসে বেতনের একটা অংশ ইপিএফ অ্যাকাউন্টে জমা হয়। কর্মচারী ছাড়া কোম্পানিও ইপিএফ অ্যাকাউন্টে টাকা জমা করে। প্রতি মাসে জমা পরিমাণের উপর মোটা অঙ্কের সুদ পাওয়া যায়।
advertisement
2/7
বর্তমানে ইপিএফে ৮.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ফলে অবসরের সময় মোটা টাকা পান কর্মচারীরা। প্রয়োজনে ইপিএফ অ্যাকাউন্ট থেকে আংশিক উত্তোলন করা যায়। তবে এর জন্য কিছু শর্ত রয়েছে।
advertisement
3/7
কর্মচারী যখন ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন তখন তা সরাসরি ইপিএফের সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায়। কিন্তু যদি ইপিএফ অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, তাহলে নতুন অ্যাকাউন্ট লিঙ্ক করাতে হবে। যাতে সেই অ্যাকাউন্টে টাকা জমা হয়। অনেকেই এই সমস্যায় পড়েন। তবে চিন্তার কিছু নেই। খুব সহজেই ইপিএফ অ্যাকাউন্টের সঙ্গে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা যায়। কীভাবে? দেখে নেওয়া যাক।
advertisement
4/7
এর জন্য প্রথমে EPFO-এর ইউনিফাইড সদস্য পোর্টাল https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/-এ যেতে হবে।এরপর UAN, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড লিখে লগ ইন করতে হবে।
advertisement
5/7
এরপর ক্লিক করতে হবে ‘ম্যানেজ’ ট্যাবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ড্রপ ডাউন মেনু চলে আসবে। সেখান থেকে কেওয়াইসি অপশন বাছতে হবে।এরপর বাছতে হবে ব্যাঙ্ক। নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড দিতে হবে। এরপর ক্লিক করতে হবে ‘সাবমিট’ অপশনে।
advertisement
6/7
সাবমিট করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার এই প্রক্রিয়ার অনুমোদনের জন্য গ্রাহকের কোম্পানির এইচআর বিভাগে যাবে। সেখান থেকে অনুমোদন মিললেই ইপিএফের সঙ্গে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে।
advertisement
7/7
বলে রাখা ভাল, এই সম্পূর্ণ প্রক্রিয়াটির জন্য অবশ্যই UAN নম্বর থাকতে হবে। এই নম্বর ইপিএফও থেকে জারি করা হয়। এর সাহায্যে কর্মী ইপিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স এবং অন্যান্য তথ্য দেখতে পারেন। UAN নম্বর শুধু ইপিএফ নয়, কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গেও যুক্ত থাকে। UAN নম্বরের সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলেও সহজেই অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এই নম্বর লিঙ্ক করা যায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
EPFO-র সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে? তাহলে কি পুরো টাকাটাই জলে ?