‘Lakh’ না ‘Lac’ কোনটা সঠিক ? Lac লিখলে চেক কি বাতিল হয়ে যাবে ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
চেক ব্যবহার করার সময় বেশ কিছু জিনিস মাথায় রাখতে হয় ৷ চেক লেখার সময় সামান্য ভুল হলেও বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় ৷
advertisement
1/6

এটিএম বা অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা থাকা সত্ত্বেও এখনও দেশের বিপুল সংখ্যক মানুষ চেকের মাধ্যেমে টাকা লেনদেন করে থাকেন ৷ সাধারণত খুব বড় অঙ্কের টাকা হলে চেকই ব্যবহার করা হয় ৷ তবে চেক ব্যবহার করার সময় বেশ কিছু জিনিস মাথায় রাখতে হয় ৷ চেক লেখার সময় সামান্য ভুল হলেও বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় ৷
advertisement
2/6
অনেক সময় দেখে গিয়েছে চেকে টাকার অঙ্ক লিখতে গিয়ে বিভ্রান্তিতে পড়তে হয় ৷ সংখ্যায় লেখার ক্ষেত্রে সমস্যা নেই! দশ লক্ষ লিখতে হলে আপনি সংখ্যায় লিখে ফেলতেই পারবেন! কিন্তু সমস্যা তৈরি হয় যেখানে পুরো বিষয়টা ভাষায় মানে ইংলিশ বানানে লিখতে হয়! আর সমস্যা তৈরি হয় এই Lakh না lac লেখা নিয়ে!
advertisement
3/6
[caption id="attachment_1964105" align="alignnone" width="1200"] কারণ অনেকেই সাধারণ উপায়ে ইংরেজিতে লেখেন ‘Lakh’। তবে কেউ কেউ তার পরিবর্তে লেখেন ‘Lac’। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কোনটা সঠিক? আজ সেটাই দেখে নেওয়া যাক।</dd> <dd>[/caption]
advertisement
4/6
এই সংক্রান্ত বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর একটি নির্দেশিকা রয়েছে। তাতে বলা হয়েছে যে, চেক লেখার সময় একসঙ্গে দুটো বানান ব্যবহার করা যাবে না। তবে ব্যাঙ্কগুলির মূল নির্দেশিকায় বলা হয় যে, লক্ষ টাকা তোলার থাকলে ইংরাজিতে ‘Lakh’ শব্দটি চেকে ব্যবহার করতে হবে।
advertisement
5/6
এর অর্থ হল, অফিসিয়াল ব্যাঙ্কিং পরিভাষায় ‘Lakh’ হল উপযুক্ত শব্দ। যা ব্যবহার করা উচিত। এমনকী আরবিআই-এর ওয়েবসাইট এবং ব্যাঙ্কের দ্বারা জারি করা সমস্ত চেকে ‘Lakh’ শব্দটাই ব্যবহার করা হয়। তবে কখনওই ‘Lac’ শব্দটা ব্যবহার করতে দেখা যায় না। তবে Lac লিখলে যে আপনার চেক বাতিল হয়ে যাবে এমনটাও নয় ৷
advertisement
6/6
এই পদার্থকে আবার বার্নিশ, সিলিং ওয়াক্স এবং রঞ্জক প্রভৃতি হিসেবে ব্যবহার করা হয়। আর অভিধান অনুযায়ী, ‘Lakh’ শব্দের অর্থ হল একশো হাজার। তবে কথায় কথায় এখন মানুষ লক্ষ সংখ্যা চিহ্নিত করার জন্য ‘Lac’ শব্দটি ব্যবহার করে। ফলে বোঝাই যাচ্ছে যে, গ্রাহক হিসেবে ব্যাঙ্কে গিয়ে চেক লেখার সময় ‘Lac’ শব্দটি নয়, বরং ‘Lakh’ শব্দটিই ব্যবহার করা উচিত।