TRENDING:

Online Business: খুব কম সময়ে বিনা পুঁজিতে অনলাইন ব্যবসা করতে চান? চাই ব্যাপক লাভও! রইল ফেসবুকে ব্যবসার মোক্ষম টিপস  

Last Updated:
Online Facebook Business Tips: ব্যবসা করুন রাজার মতো। কিন্তু বুঝতে পারছেন না কী করে সবার চেয়ে আলাদা হয়ে দেখাবেন? কিছু টিপস রইল শুধু আপনার জন্য...
advertisement
1/6
আপনি অনলাইনে ব্যবসা করতে চান! রইল ফেইসবুকে ব্যবসার খুঁটিনাটি টিপস  
*ছোট করে ব্যবসা শুরু করার জন্য আজকাল ফেসবুকের কোনও জুড়ি নেই। আর শুধু কি ছোট ব্যবসাই? অনেক বড়সড় ব্যবসাও চমৎকার দাঁড়িয়ে রয়েছে ফেসবুক পেজের উপর ভিত্তি করে। কতটা দক্ষতার সঙ্গে পেজকে পরিচালনা করা হচ্ছে, সেটার উপরেই এ ধরনের ব্যবসার সাফল্য নির্ভর করে।
advertisement
2/6
*আজকাল ভুড়ি ভুড়ি পেজ তৈরি হচ্ছে ব্যবসার উদ্দেশ্যে। কিন্তু এত এত পেজের ভিড়ে আপনার পেজটি আসলে কেমন করে টিকে রয়েছে? সবার মতো নাকি সকলের চেয়ে আলাদা? সবার মতো হয়ে কী লাভ? ব্যবসা করুন রাজার মতো। কিন্তু বুঝতে পারছেন না কী করে সবার চেয়ে আলাদা হয়ে দেখাবেন? কিছু টিপস রইল শুধু আপনার জন্য...
advertisement
3/6
*ব্যবসার নাম যত সুন্দর ও সহজ হবে, কাস্টমারদের মনে রাখতে তত সুবিধা হবে। নাম হতে হবে এমন যেন শুনলেই নামের পেছনের গল্পটি কেউ আঁচ করে ফেলতে পারে। তাছাড়া ছোট ও সহজ নাম মানুষের মুখে মুখে ঘোরে। ব্যবসার লোগোটি চেষ্টা করুন খুব ক্রিয়েটিভ করে তৈরি করতে। নামের মতো সেখানেও যেন একটি গল্প থাকে। আর রঙের ক্ষেত্রে ব্যাকরণ মেনে চলার চেষ্টা করুন। একেকটি রঙের একেক অর্থ থাকে।
advertisement
4/6
*নিজের পছন্দ নয়, গুরুত্ব দিন কাস্টমারের পছন্দে। মার্কেটে কিসের চাহিদা রয়েছে, কোন জায়গাটি ফাঁকা রয়েছে, প্রতিযোগীরা কী করছে এসব পুঙ্খানুপুঙ্খভাবে জেনে তবেই পা বাড়ান। কাস্টমারের চাহিদা বুঝে পণ্য নির্বাচন করুন। তবে সবসময় যে কাস্টমারের চাহিদানুযায়ীই পণ্য তৈরি করতে হবে, তা নয়। নিজের সৃজনীশক্তিকেও কাজে লাগাতে পারেন।
advertisement
5/6
*অনেকেই যেন-তেন ছবি ফেসবুকে দিয়ে দেন। এতে পণ্যের আসল চেহারাতো বোঝা যায়ই না, উল্টো ক্রেতারাও কোনও আকর্ষণ খুঁজে পান না। কাজেই ছবি তুলুন খুব ভাল করে। যেহেতু পুরো ব্যাপারটাই অনলাইনে, ছবি দেখেই ক্রেতা সাড়া দেবে। সাধারণত পেইজ খোলার পাশাপাশি একটি গ্রুপেও আপনি ব্যবসাটাকে পরিচালনা করতে পারেন। তাতে অনেক সময় পেজের চেয়েও ভাল সাড়া মেলে। খুব বন্ধুত্বপূর্ণ পরিবেশে এবং কাস্টমারের সঙ্গে ডিরেক্ট যোগাযোগের ফলে এক ধরনের পারিবারিক আবহ তৈরি হয় গ্রুপে।
advertisement
6/6
*আপনার সমস্ত অনলাইন অ্যাক্টিভিটিতে আপনার ব্যবসাকে হাইলাইট করুন। এখানে-সেখানে সাক্ষাৎকার দিন, সেগুলো ছড়িয়ে দিন প্রাসঙ্গিক অনলাইন ফোরামগুলিতে। দরকারে স্পন্সরড অ্যাডভার্টাইজিং-র সাহায্য নিন। পজিটিভ কাস্টমার রিভিউগুলিকে সকলের সামনে নিয়ে আসুন। আর ফেসবুক পেজ বা গ্রুপটিকে নিজের প্রোফাইলের মতো করেই গুছিয়ে রাখুন এবং তাতে সময়ও দিন। খুব দরকার আছে এই জিনিসটির। অবহেলা করবেন না একদম। সর্বাবস্থায় নিজের পণ্যকে ইউনিক রাখার চেষ্টা করুন। প্রতিযোগীর সঙ্গে আপনার পার্থক্য খুব স্পষ্টভাবে কাস্টমারের মাথায় ঢুকিয়ে দিন। অনেক অনেক কমনের ভিড়ে একটু আনকমন থাকা গেলে চাহিদা তৈরি হবেই।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Online Business: খুব কম সময়ে বিনা পুঁজিতে অনলাইন ব্যবসা করতে চান? চাই ব্যাপক লাভও! রইল ফেসবুকে ব্যবসার মোক্ষম টিপস  
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল