Amrit Vristi FD স্কিমে ৬ লাখ, ১২ লাখ ও ১৮ লাখ টাকা রাখলে প্রবীণ নাগরিকরা কত রিটার্ন পাবেন ? দেখুন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
SBI Fixed Deposit: দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক এসবিআই নিয়ে এসেছে অমৃত বৃষ্টি ফিক্সড ডিপোজিট স্কিম। এতে চড়া হারে সুদ পাচ্ছেন গ্রাহকরা।
advertisement
1/8

বিনিয়োগের কথা বললে সবার প্রথমে ফিক্সড ডিপোজিটের কথাই মাথায় আসে। কারণ নিরাপত্তা। মধ্যবিত্ত বিনিয়োগকারীরা এমন জায়গায় বিনিয়োগ করতে পছন্দ করেন, যেখানে কোনও ঝুঁকি নেই, কিন্তু ভাল রিটার্ন মিলবে।
advertisement
2/8
ফিক্সড ডিপোজিটে কী ভাল রিটার্ন পাওয়া যায়? অধিকাংশ বিনিয়োগকারীই বলবেন, না। কারণ সুদের হার অত্যন্ত কম। এবার সেই ধারণা বদলে যাবে। দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক এসবিআই নিয়ে এসেছে অমৃত বৃষ্টি ফিক্সড ডিপোজিট স্কিম। এতে চড়া হারে সুদ পাচ্ছেন গ্রাহকরা।
advertisement
3/8
অমৃত বৃষ্টি ফিক্সড ডিপোজিট স্কিমে প্রবীণ নাগরিকদের ৭.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। সোজা কথায়, এই স্কিম থেকে প্রবীণ নাগরিকরা সুবিধা পাচ্ছেন সবচেয়ে বেশি। এছাড়া এক বছর মেয়াদি এফডি-তে ৭.৩০ শতাংশ, ৩ বছর মেয়াদি স্কিমে ৭.২৫ শতাংশ এবং পাঁচ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে ৭.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে প্রবীণ নাগরিকদের।
advertisement
4/8
এখন অমৃত বৃষ্টি ফিক্সড ডিপোজিট স্কিমে প্রবীণ নাগরিকরা যদি ৬ লাখ, ১২ লাখ, কিংবা ১৮ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে কত রিটার্ন পাবেন? ফিক্সড ডিপোজিট ক্যালকুলেটর থেকে এই তথ্য দেখে নেওয়া যায়।
advertisement
5/8
এসবিআই-এর অমৃত বৃষ্টি স্কিম ক্যালকুলেটর অনুযায়ী, ৪৪৪ দিন মেয়াদে ৬ লাখ টাকা বিনিয়োগ করলে ৭.৭৫ শতাংশ সুদের হারে ম্যাচিউরিটিতে মিলবে ৬,৫৮,৭২২ টাকা। অর্থাৎ সুদ হিসাবে পাওয়া যাবে ৫৮,৭২৭ টাকা।
advertisement
6/8
বিনিয়োগ পরিমাণ বাড়লে রিটার্নের পরিমাণও বড়ে। আর্থিক জগতের এটাই পরিচিত নিয়ম। সেই হিসাবে অমৃত বৃষ্টি ফিক্সড ডিপোজিট স্কিমে ১২ লাখ টাকা বিনিয়োগ করলে এসবিআই-এর অমৃত বৃষ্টি স্কিম ক্যালকুলেটর অনুযায়ী, সুদ হিসাবে মিলবে ১,১৭,৪৪৪ টাকা। তাহলে সুদ এবং আসল মিলিয়ে মোট রিটার্ন দাঁড়াচ্ছে ১৩,১৭,৪৪৪ টাকা।
advertisement
7/8
একইভাবে ১৮ লাখ টাকা বিনিয়োগ করলে এসবিআই-এর অমৃত বৃষ্টি স্কিম ক্যালকুলেটর অনুযায়ী, ৭.৭৫ শতাংশ সুদের হারে প্রবীণ নাগরিক পাবেন ১,৭৬,১৬৬ টাকা রিটার্ন। অর্থাৎ সুদ এবং আসল মিলিয়ে তাঁর হাতে আসবে ১৯,৭৬,১৬৬ টাকা।
advertisement
8/8
একইভাবে যদি সাধারণ ফিক্সড ডিপোজিট স্কিমে যদি ১ বছর মেয়াদে ৬ লাখ টাকা বিনিয়োগ করা হয়, তাহলে ৪৫.০১৪ টাকা রিটার্ন মিলবে। ম্যাচিউরিটিতে তিনি হাতে পাবেন ৬,৪৫,০১৪ টাকা। একই মেয়াদে ১২ লাখ টাকা বিনিয়োগ করলে সুদ এবং আসল মিলিয়ে হাতে আসবে ১২,৯০,০২৭ টাকা। অর্থাৎ সুদ হিসাবে মিলছে ৯০,০২৭ টাকা। আর এক বছর মেয়াদে ১৮ লাখ টাকা বিনিয়োগ করলে ১,৩৫,০৪১ টাকা। সুদ এবং আসল মিলিয়ে হাতে আসবে ১৯,৩৫,০৪১ টাকা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Amrit Vristi FD স্কিমে ৬ লাখ, ১২ লাখ ও ১৮ লাখ টাকা রাখলে প্রবীণ নাগরিকরা কত রিটার্ন পাবেন ? দেখুন