TRENDING:

Post Office Schemes: পোস্ট অফিসের টাইম ডিপোজিটে ৩ বছরে ৫ লাখ টাকা রেখেছেন, কত রিটার্ন পাবেন জানলে চমকে যাবেন

Last Updated:
Post Office Schemes: এই স্কিমে গ্রাহক ১ বছর, ২ বছর, ৩ বছর কিংবা ৫ বছর মেয়াদে বিনিয়োগ করতে পারেন।
advertisement
1/7
পোস্ট অফিসের টাইম ডিপোজিটে ৩ বছরে ৫ লাখ টাকা রেখেছেন, কত রিটার্ন পাবেন ?
নিরাপদ বিনিয়োগ মানে পোস্ট অফিস। লোকসানের ভয় নেই। নিশ্চিত রিটার্ন। পোস্ট অফিসে একাধিক ক্ষুদ্র সঞ্চয় স্কিম রয়েছে। পাশাপাশি রয়েছে টাইম ডিপোজিট স্কিম। পোস্ট অফিসের টিডি বা টাইম ডিপোজিট স্কিমে এসবিআইয়ের থেকে বেশি সুদ পাওয়া যায়। ফলে লাভজনক যে বলাইবাহুল্য। এই স্কিমে গ্রাহক ১ বছর, ২ বছর, ৩ বছর কিংবা ৫ বছর মেয়াদে বিনিয়োগ করতে পারেন।
advertisement
2/7
পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে সুদের হার: বর্তমানে ৫ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে স্টেট ব্যাঙ্ক ৬.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে। সেখানে পোস্ট অফিসের টাইম ডিপোজিটে একই মেয়াদে সুদের হার ৭.৫ শতাংশ।
advertisement
3/7
৩ বছর মেয়াদে টিডি-তে ৭.১০ শতাংশ হারে সুদ পান গ্রাহক। এখন কেউ যদি পোস্ট অফিসে ৩ বছর মেয়াদি টাইম ডিপোজিটে ৫ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে কত রিটার্ন পাবেন?
advertisement
4/7
টাইম ডিপোজিট ক্যালকুলেটর অনুযায়ী, ৩ বছর মেয়াদে ৫ লাখ টাকা টাইম ডিপোজিটে বিনিয়োগ করলে ৭.১০ শতাংশ হারে শুধু সুদ হিসেবে মিলবে ১,১৭,৫৩৮ টাকা। মেয়াদপূর্তিতে অর্থাৎ ৩ বছর পর গ্রাহক ৬,১৭,৫৩৮ টাকা রিটার্ন পাবেন।
advertisement
5/7
একইভাবে পাঁচ বছর মেয়াদে ৫ লাখ টাকা বিনিয়োগ করলে ৭.৫ শতাংশ হারে ২,২৪,৯৭৪ টাকা সুদ মিলবে। অর্থাৎ রিটার্ন হিসেবে হাতে আসবে ৭,২৪,৯৭৪ টাকা। এই হিসেবে টাইম ডিপোজিট স্কিমে টাকা দ্বিগুণও করা যায়। এর জন্য ৭.৫ শতাংশ সুদের হারে টাকা দ্বিগুণ হতে সময় লাগবে ৯ বছর ৬ মাস অর্থাৎ ১১৪ মাস।
advertisement
6/7
টাইম ডিপোজিটে বিনিয়োগ করতে পারবেন কারা: যে কোনও ভারতীয় নাগরিক এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। সিঙ্গল অ্যাকাউন্টের পাশাপাশি জয়েন্ট অ্যাকাউন্টও খোলা যায়। ১০ বছরের বেশি বয়সী কোনও নাবালকের নামেও অভিভাবকরা অ্যাকাউন্ট খুলতে পারেন।
advertisement
7/7
টাইম ডিপোজিটের সুবিধা: পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে আয়কর আইন ১৯৬১-এর ধারা ৮০ সি-র অধীনে করছাড় পাওয়া যায়। অ্যাকাউন্ট খোলার সময় অ্যাকাউন্ট হোল্ডার নমিনিও বাছতে পারেন। তবে অকাল প্রত্যাহার করলে জরিমানা দিতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Post Office Schemes: পোস্ট অফিসের টাইম ডিপোজিটে ৩ বছরে ৫ লাখ টাকা রেখেছেন, কত রিটার্ন পাবেন জানলে চমকে যাবেন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল