TRENDING:

Post Office Fixed Deposit: এক বছরের জন্য ২৫ হাজার টাকা রাখলে কত রিটার্ন মিলবে ? দেখে নিন এক নজরে

Last Updated:
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট (POFD) বা পোস্ট অফিস টাইম ডিপোজিট (POTD) ভারতে আধুনিক বিনিয়োগের প্রাচীনতম পন্থা, বলাই যায়।
advertisement
1/8
এক বছরের জন্য ২৫ হাজার টাকা রাখলে কত রিটার্ন মিলবে ? দেখে নিন এক নজরে
ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ই মানুষের জীবনের প্রাথমিক লক্ষ্য। তবে সেক্ষেত্রে শুধু সঞ্চয় নয়, বিনিয়োগই বেশি কার্যকরী। বর্তমানে শেয়ার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের প্রতি আগ্রহ বাড়ছে মানুষের মধ্যে। কিন্তু যাঁরা একেবারেই ঝুঁকি নিতে রাজি নন, তাঁরা এখনও ফিক্সড ডিপোজিটের উপর ভরসা করতে ভালবাসেন। পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের কদর এখনও কমেনি।
advertisement
2/8
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট (POFD) বা পোস্ট অফিস টাইম ডিপোজিট (POTD) ভারতে আধুনিক বিনিয়োগের প্রাচীনতম পন্থা, বলাই যায়। এদেশের নাগরিক মনে করেন কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠপোষকতা থাকে বলে এটাই সবচেয়ে নিরাপদ।
advertisement
3/8
ব্যাঙ্ক ডিপোজিটের মতোই নির্দিষ্ট মেয়াদে এবং সুদের হারে টাকা জমানো যায় এখানে। বিনিয়োগ মেয়াদের উপর ভিত্তি করে সুদের হার বাড়ে। এক, দুই, তিন, এবং পাঁচ বছরের জন্য টাকা ফিক্সড করা যায়। সুদ ত্রৈমাসিক গণনা করা হয়, তবে প্রদান করা হয় বার্ষিক হিসেবে। সুদের উপর TDS কার্যকর হয়। তবে ৫ বছরের জন্য POFD করলে তা আয়কর আইনের ধারা ৮০সি-এর অনুসারে কর-সাশ্রয় করা সম্ভব।
advertisement
4/8
বিনিয়োগের নিয়ম—ন্যূনতম ২০০ টাকা বিনিয়োগ করতে হয়। অথবা, এর গুণিতকে বিনিয়োগ করা যায়। প্রতি অ্যাকাউন্টের ক্ষেত্রে একটিই ফিক্সড ডিপোজিট করা যায়৷ তবে একাধিক অ্যাকাউন্ট খোলা যায়। চাইলে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে তা স্থানান্তর করে নেওয়া যায়।
advertisement
5/8
প্রথম ছয় মাস টাকা তোলা যায় না।তার পর যদি ‘প্রি-ম্যাচিওর উইদড্রয়াল’ প্রয়োজন হয়, তাহলে এক শতাংশ জরিমানা হয়ে থাকে। মেয়াদ উত্তীর্ণ হলে আবার তা একই মেয়াদের জন্য ‘রিনিউ’ করা যায়। POFD থাকলে বিনিয়োগকারী ঋণ নিতে পারেন।
advertisement
6/8
পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটে সুদের হার—বর্তমান সুদের হার অনুযায়ী, ১ বছরের জন্য টাকা ফিক্সড করলে ৬.৯০ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। ১-৩ বছরের জন্য মেলে ৭.০০ শতাংশ সুদ। ৩-৫ বছরের জন্য ৭.৫০ শতাংশ।
advertisement
7/8
ধরা যাক, কোনও ব্যক্তি ২৫,০০০ টাকা ফিক্সড করতে চান মাত্র এক বছরের জন্য। মেয়াদ শেষে তিনি কত টাকা পাবেন, দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
8/8
এক বছরের জন্য POFD করলে বার্ষিক ৬.৯০ শতাংশ হারে সুদ পাওয়া যাবে মূলধনের উপর। সেক্ষেত্রে এক বছর পর ১,৭৭৫ টাকা সুদ পাবেন। অর্থাৎ, মেয়াদ শেষে হাতে পাবেন ২৬,৭৭৫ টাকা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Post Office Fixed Deposit: এক বছরের জন্য ২৫ হাজার টাকা রাখলে কত রিটার্ন মিলবে ? দেখে নিন এক নজরে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল