TRENDING:

Bank Of Baroda থেকে ৫ বছরের জন্য ১০ লাখ টাকা গাড়ির লোন নিচ্ছেন? কত EMI দিতে হবে দেখুন

Last Updated:
Car Loan EMI: EMI ক্যালকুলেটর থেকে খুব সহজেই এই তথ্য পাওয়া যায়।
advertisement
1/7
Bank Of Baroda থেকে ৫ বছরের জন্য ১০ লাখ টাকা গাড়ির লোন নিচ্ছেন? কত EMI দিতে হবে
গাড়ি কিনতে গেলে অনেক টাকা একসঙ্গে দরকার। কিন্তু একসঙ্গে অতগুলো টাকা বের করতে অনেকেই সমস্যায় পড়েন, তাই লোনই ভরসা। অনেকে নিজের পকেট থেকে ডাউন পেমেন্ট করে, বাকিটা লোন নেন। বিশেষজ্ঞরা বলেন, সর্বাধিক ডাউন পেমেন্ট করা এবং সর্বনিম্ন কার লোন নেওয়াই বুদ্ধিমানের কাজ।
advertisement
2/7
কার লোন শোধ করতে নির্দিষ্ট পরিমাণ টাকা মাসিক কিস্তি অর্থাৎ ইএমআই হিসেবে দিতে হয়। এখন কেউ যদি ব্যাঙ্ক অফ বরোদা থেকে ৫ বছরের জন্য ১০ লাখ টাকার কার লোন নেন, তাহলে মাসিক কত টাকা ইএমআই দিতে হবে? ইএমআই ক্যালকুলেটর থেকে খুব সহজেই এই তথ্য পাওয়া যায়।
advertisement
3/7
ব্যাঙ্ক অফ বরোদা-র অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ৩ থেকে ৫ বছরের পরিশোধের মেয়াদে যদি কেউ নতুন গাড়ির জন্য কার লোন নেন তাহলে ৯.৪ শতাংশ হারে সুদ দিতে হবে। প্রসঙ্গত, বলে রাখা ভাল, ঋণের উপর প্রযোজ্য সুদ গ্রাহকের ক্রেডিট স্কোর বা সিবিল স্কোরের উপর নির্ভর করে।
advertisement
4/7
এবং পাশাপাশি গ্রাহকের আয় এবং কত টাকা লোন নেইয়া হচ্ছে তাও দেখা হয়। ব্যাঙ্কের নির্ধারিত মান অনুযায়ী কার লোন নেওয়ার যোগ্য হলে, ঋণ পেতে কোনও অসুবিধা হবে না।
advertisement
5/7
এখন যদি কেউ ৫ বছর মেয়াদে ১০ লাখ টাকা কার লোন নেন, তাহলে ব্যাঙ্ক অফ বরোদার ইএমআই ক্যালকুলেটর অনুযায়ী, তাঁকে প্রতি মাসে ২০,৯৫৩ টাকা শোধ করতে হবে। পাঁচ বছরে তিনি মোট ১২.৫৭ লাখ টাকা শোধ করবেন। এর মধ্যে ১০ লাখ টাকা আসল এবং ২.৫৭ লাখ টাকা সুদ।
advertisement
6/7
ব্যাঙ্ক অফ বরোদার কার লোনের ফিচার: ব্যাঙ্ক অফ বরোদায় সর্বাধিক ৫ কোটি টাকা পর্যন্ত কার লোন পাওয়া যায়। আগেই বলা হয়েছে, আবেদনকারীর ক্রেডিট স্কোর এবং অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে সুদের হার গণনা করা হয়।
advertisement
7/7
কার লোন পরিশোধের সর্বোচ্চ সময়কাল ৮৪ মাস। বেতনভোগী কর্মচারী, কর্পোরেট, অনাবাসী ভারতীয় (এনআরআই), পেশাদার এবং ব্যবসায়ীরা গাড়ি ঋণের জন্য আবেদন করতে পারেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bank Of Baroda থেকে ৫ বছরের জন্য ১০ লাখ টাকা গাড়ির লোন নিচ্ছেন? কত EMI দিতে হবে দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল