এটা না করে থাকলে ১ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে ATM কার্ড
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
পোস্ট অফিসের গ্রাহকদের তাদের ফোন নম্বর আপডেট ও ম্যাগনেটিক এটিএম কার্ড EMV Chip কার্ডে বদলানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷
advertisement
1/4

পোস্ট অফিসের গ্রাহকদের তাদের ফোন নম্বর আপডেট ও ম্যাগনেটিক এটিএম কার্ড EMV Chip কার্ডে বদলানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ ইন্ডিয়া পোস্টের বিজ্ঞপ্তি অনুযায়ী, সেভিংস অ্যাকাউন্টহোল্ডারদের এই দুটি কাজ করার শেষ সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে ৷ ১ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে ম্যাগনেটিক এটিএম কার্ড ৷ পোস্ট অফিসের হোম ব্রাঞ্চে গিয়ে ম্যাগনেটিক কার্ড বদলাতে হবে গ্রাহকদের ৷
advertisement
2/4
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ম্যাগনেটিক কার্ডের বদলে ইভিএম চিপ কার্ড বেশি সুরক্ষিত ৷ এর জন্য দেশের প্রায় সমস্ত ব্যাঙ্ক আরবিআই-এর নির্দেশ অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত গ্রাহকদের ম্যাগনেটিক কার্ড ইভিএম চিপ কার্ডে বদলে দিয়েছে ৷
advertisement
3/4
ডাক বিভাগের তরফে দেশের সমস্ত প্রান্তে সেভিংস অ্যাকাউন্ট খোলার সুবিধা দেওয়া হয় ৷ এই অ্যাকাউন্টে টাকা জমা রাখলে বছরে ৪ শতাংশ সুদ মিলবে ৷ ন্যূনতম ৫০০ টাকা জমা দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যাবে ৷ এই অ্যাকাউন্টের সঙ্গে চেকবুক ও এটিএম কার্ডের সুবিধা দেওয়া হয় গ্রাহকদের ৷
advertisement
4/4
বিনা চেকবুকের অ্যাকাউন্ট খোলারও সুবিধা রয়েছে ৷ এই অ্যাকাউন্ট মাত্র ২০ টাকা দিয়ে খোলা যেতে পারে ৷ যেখানে সরকারি ব্যাঙ্কে ন্যূনতম ১০০০ টাকা রাখা বাধ্যতামূলক সেখানে এই অ্যাকাউন্টে ন্যূনতম ৫০ টাকা রাখতে হবে ৷ ডাক বিভাগে সেভিংস অ্যাকাউন্টে ১০ হাজার টাকার পর্যন্ত সুদে লাগবে না কোনও ট্যাক্স ৷ এই অ্যাকাউন্টে দেশের যে কোনও ব্যাঙ্কে ট্রান্সফার করা যেতে পারে ৷ একদিনে এটিএম থেকে ২৫০০০ টাকা পর্যন্ত তোলা যাবে ৷