Old Notes: ১, ৫ বা ১০ টাকার পুরনো নোট থাকলে বাড়ি বসেই হতে পারেন কোটিপতি !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Old Notes: যদি আপনি পুরনো নোট জমান, বা ফেলে না দিয়ে থাকেন, তবে এই সুযোগ আপনার জন্যই অপেক্ষা করছে।
advertisement
1/5

টাকার দরকার? কিছুতেই কিছু উপায় হচ্ছে না? তবে একটা রাস্তা খোলা থাকতে পারে আপনার সামনে। যদি আপনি পুরনো নোট জমান, বা ফেলে না দিয়ে থাকেন, তবে এই সুযোগ আপনার জন্যই অপেক্ষা করছে। photo source collected
advertisement
2/5
আপনার কাছে যদি থাকে (RBI)-এর পরনো ১ টাকার নোট। যে নোটে ১৯৭৫ সালে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গর্ভনর এইচএম প্যাটেলের সাক্ষর ও ১২৩৪৫৬ সিরিয়াল নম্বর আছে। তাহলে এই নোটটি Coinbazzar website-এ বিক্রি করে ঘরে বসে ৪৫ হাজার টাকা পেতে পারেন।photo source collected
advertisement
3/5
পুরনো ৫ টাকার নোটে যদি ট্রাক্টরের ছবি থাকে এবং ৭৮৬ নম্বরটি লেখা থাকে তবে নোটটি Coinbazzar website-বিক্রি করে পেতে পারেন ৩০ হাজার টাকা ও পুরস্কার। photo source collected
advertisement
4/5
১০ টাকার পুরনো নোটে থাকতে হবে অশোক স্তম্ভ। ১৯৪৩-এ নোটটি প্রকাশিত হতে হবে। এবং সিডি দেশমুখের সাক্ষর থাকতে হবে। তবে এই নোটটিও বিক্রি করে পেতে পারেন কয়েক হাজার টাকা। এই সংখ্যা লক্ষ টাকাতেও পৌঁছতে পারে। photo source collected
advertisement
5/5
অতএব বাড়ি বসে লাখপতি হতে চাইলে এবং এই নোটগুলি থাকলে Coinbazzar website- লগ ইন করে নিজের নাম নথিভুক্ত করুন। এবং আইডি ক্রিয়েট করে নোটের ছবি আপলোড করুন। এই সাইটটি ছাড়াও আপনি নিচের তিনটি ওয়েব সাইটেও লাখ টাকায় বিক্রি করতে পারেন এই নোটগুলি। http://dir.indiamart.com/impact/old-coins.html https://in.pinterest.com/080841052o/sell-old-coins/ http:www.indiancurrencies.com photo source collected
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Old Notes: ১, ৫ বা ১০ টাকার পুরনো নোট থাকলে বাড়ি বসেই হতে পারেন কোটিপতি !