চেক লেখার সময় ONLY শব্দটি লিখতে ভুলে গিয়েছেন ? বিপদ এড়াতে কী করতে হবে দেখে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
চেক লেখার সময় “ONLY” শব্দটি লিখতে ভোলা উচিত নয়। অন্যথায় এটি বড় বিপদ ডেকে আনতে পারে।
advertisement
1/4

বর্তমান সময়ে ব্যাঙ্কিং সেক্টরের বিভিন্ন কাজ বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কারণ একটা ছোট ভুলও বড় সমস্যা ডেকে আনতে পারে। যে কোনও ছোট ভুলের ক্ষেত্রে আর্থিক লেনদেন আটকে যেতে পারে, আবার উল্টে নিজেদের টাকা খোয়া যেতে পারে। সেজন্য যে কোনও ব্যাঙ্কিং কাজ করার সময় সকলকে খুবই সতর্ক থাকতে হবে। কারণ সঠিক নিয়ম না জানলে মারাত্মক সমস্যায় পড়তে হতে পারে। উদাহরণস্বরূপ নজর দেওয়া যাক চেক লেখার নিয়মের প্রতি। একটি চেক লেখার সময় শুধু টাকার পরিমাণ লেখাই যথেষ্ট নয়, এর সঙ্গে কিছু বিশেষ শব্দও লিখতে হবে। চেক লেখার সময় “ONLY” শব্দটি লিখতে ভোলা উচিত নয়। অন্যথায় এটি বড় বিপদ ডেকে আনতে পারে।
advertisement
2/4
চেকের প্রতিটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ। টাকার পরিমাণ যেমন সংখ্যায় লেখা হয়, তেমনই টাকার সঠিক পরিমাণ শব্দেও লিখতে হয়। কিন্তু, শুধু এটি লিখলেই হবে না। এরপর 'rupees only' লিখতে হবে। অনেকেই জানেন না যে, এই শব্দটি কতটা গুরুত্বপূর্ণ। তাই অনেকেই না লেখার ছোট এই ভুল করে থাকেন। কিন্তু, ছোট এই ভুলের জন্য বড় মাশুল দিতে হতে পারে।
advertisement
3/4
এটি একটি আদর্শ ব্যাঙ্ক পদ্ধতি। জালিয়াতি রোধ করতে এই নিয়ম অনুসরণ করা হয়। যদিও আর্থিক লেনদেন এখন অনলাইনে করা হয়, তবুও অনেক ক্ষেত্রে চেকের প্রয়োজন হয়। তাই এই নিয়মটা জানা খুবই জরুরি।
advertisement
4/4
একই সঙ্গে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে। যদি চেকের কোণে আঁকা লাইনের মধ্যে "A/C Payee" লেখা না থাকে, তাহলে এই চেকটিকে ক্রসড চেক বলা হয়। একটি ক্রস করা চেকের পিছনে স্বাক্ষর করার মাধ্যমে চেক এনডোর্স করে নেওয়া যেতে পারে। কিন্তু, "A/C Payee" লেখা থাকলে সেই চেক অন্যের নামে অনুমোদন করা যাবে না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
চেক লেখার সময় ONLY শব্দটি লিখতে ভুলে গিয়েছেন ? বিপদ এড়াতে কী করতে হবে দেখে নিন