SBI-এর ৫ লিটার ফ্রি পেট্রোলের খোঁজ নিয়েছেন? আজই শেষ দিন
Last Updated:
আপনি যদি স্টেট ব্যাঙ্কের গ্রাহক হন, তা হলে ১৫ ডিসেম্বর পর্যন্তই এই সুযোগ পাবেন৷ গত ১৯ নভেম্বর ফ্রি ৫ লিটার পেট্রোলের অফার লঞ্চ করেছিল এসবিআই৷ প্রথমে ২২ নভেম্বর শেষ দিন ছিল৷ পরে তা বাড়িয়ে ১৫ ডিসেম্বর করা হয়৷
advertisement
1/6

আরও একবার ফ্রি-তে পেট্রোল দেওয়ার অফার এনেছে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন বা IOC-র যে কোনও পেট্রোল পাম্পেই এই সুবিধা পাবেন৷
advertisement
2/6
শর্ত হল, ভীম অ্যাপ থেকেই লেনদেন করতে হবে সংশ্লিষ্ট পেট্রোল পাম্পে৷ তা হলেই ৫ লিটার পেট্রোল ফ্রি-তে পেতে পারেন৷ এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লেস্টোরে পেয়ে যাবেন৷ অ্যাপটি তৈরি করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন (NPCI)৷ এই অ্যাপ-এ এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করা যায়৷
advertisement
3/6
আপনি যদি স্টেট ব্যাঙ্কের গ্রাহক হন, তা হলে ১৫ ডিসেম্বর পর্যন্তই এই সুযোগ পাবেন৷ গত ১৯ নভেম্বর ফ্রি ৫ লিটার পেট্রোলের অফার লঞ্চ করেছিল এসবিআই৷ প্রথমে ২২ নভেম্বর শেষ দিন ছিল৷ পরে তা বাড়িয়ে ১৫ ডিসেম্বর করা হয়৷
advertisement
4/6
কী ভাবে মিলবে ৫ লিটার পেট্রোল? এসবিআই-এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, পেট্রোল ভরার পর ভীম অ্যাপ-এর মাধ্যমে পেমেন্ট করতে হবে৷ তবে কম করে ১০০ টাকার পেট্রোল ভরতেই হবে৷
advertisement
5/6
ভীম অ্যাপ-এর সাহায্যে করা পেমেন্টের আইডি নম্বর নিয়ে 9222222084-এ মেসেজ পাঠাতে হবে৷ এই এসএমএস-এর নর্মাল সারচার্জ লাগবে৷
advertisement
6/6
তারপর যদি আপনি ভাগ্যবান হন, তাহলেই ৫ লিটার পেট্রোল ফ্রি পাবেন৷ আপনি ৫ লিটার পেট্রোল জিতলেন কিনা, তা ফোনেই জানতে পারবেন৷