Cheapest Car Loan : এই ৫ ব্যাঙ্ক দিচ্ছে সবথেকে সস্তায় কার লোন, ৫ লাখ টাকার লোনে কত হবে EMI, দেখে নিন এক নজরে
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Cheapest Car Loan: এই ৫টি ব্যাঙ্ক দিচ্ছে সবথেকে সস্তায় কার লোন। এক নজরে দেখে নেওয়া যাক ৫ লাখ টাকার লোনে কত টাকা ইএমআই দিতে হবে।
advertisement
1/6

আমাদের প্রায় সকলেরই স্বপ্ন থাকে নিজেদের একটি গাড়ির। কোভিড পরবর্তী সময় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে নিজের একটা বাড়ি এবং গাড়ি দুই বর্তমান জীবনযাত্রায় কতটা অপরিহার্য। বিষয়টা শুধুই আর শৌখিনতার পর্যায়ে আটকে নেই। এবার দরকার হলেই যে সবার হাতে টাকা থাকবে, তার কোনও মানে নেই। তাই বাড়ি কিনতে গেলে বা তৈরি করতে হলে আমরা হোম লোনের উপরে ভরসা করে থাকি। ঠিক তেমনই গাড়ি কেনার জন্য আমাদের প্রধান ভরসা কার লোন।
advertisement
2/6
এই ৫টি ব্যাঙ্ক দিচ্ছে সবথেকে সস্তায় কার লোন। এক নজরে দেখে নেওয়া যাক ৫ লাখ টাকার লোনে কত টাকা ইএমআই দিতে হবে।যারা ব্যাঙ্ক থেকে কার লোন নিয়ে গাড়ি ক্রয় করতে চায়, তাদের জেনে নেওয়া প্রয়োজন কোন ব্যাঙ্ক কম সুদের হারে এই কার লোন অফার করছে।
advertisement
3/6
ইউকো ব্যাঙ্কে কার লোনের ক্ষেত্রে সুদের হার প্রতি বছরে ৮.৪৫%। অর্থাৎ এই ব্যাঙ্ক থেকে ৫ লাখ টাকার কার লোনের ক্ষেত্রে মাসিক ইএমআই হবে ১০,২৪৬ টাকা।ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার লোনের ক্ষেত্রে সুদের হার প্রতি বছরে ৮.৭০% থেকে ১০.৪৫%। অর্থাৎ এই ব্যাঙ্ক থেকে ৫ লাখ টাকার কার লোনের ক্ষেত্রে মাসিক ইএমআই শুরু হবে ১০,৩১৭ টাকা থেকে।
advertisement
4/6
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কার লোনের ক্ষেত্রে সুদের হার প্রতি বছরে ৮.৭৫% থেকে ১০.৬০%। অর্থাৎ এই ব্যাঙ্ক থেকে ৫ লাখ টাকার কার লোনের ক্ষেত্রে মাসিক ইএমআই শুরু হবে ১০,৩১৯ টাকা থেকে।ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের কার লোনের ক্ষেত্রে সুদের হার প্রতি বছরে ৮.৪০% থেকে ১২%। অর্থাৎ এই ব্যাঙ্ক থেকে ৫ লাখ টাকার কার লোনের ক্ষেত্রে মাসিক ইএমআই শুরু হবে ১০,২৩৪ টাকা থেকে।
advertisement
5/6
কানাড়া ব্যাঙ্কের কার লোনের ক্ষেত্রে সুদের হার প্রতি বছরে ৮.৭০% থেকে ১২.৭০%। অর্থাৎ এই ব্যাঙ্ক থেকে ৫ লাখ টাকার কার লোনের ক্ষেত্রে মাসিক ইএমআই ১০,৩০৭ টাকা থেকে শুরু করে ১১,৩০০ টাকা পর্যন্ত হবে।বিভিন্ন ব্যাঙ্ক গ্রাহকদের ক্রেডিট স্কোর চেক করে কার লোন অফার করে থাকে। অর্থাৎ যাদের ক্রেডিট স্কোর ভাল হবে তারা কম সুদের হারে কার লোন পেতে পারে।
advertisement
6/6
ক্রেডিট স্কোর ভাল হলে কার লোনের সুদের হার কম হতে পারে, এর ফলে মাসিক ইএমআই-ও কম হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Cheapest Car Loan : এই ৫ ব্যাঙ্ক দিচ্ছে সবথেকে সস্তায় কার লোন, ৫ লাখ টাকার লোনে কত হবে EMI, দেখে নিন এক নজরে