Old Two Rupees Coin: ২ টাকার কয়েনই করবে মালামাল? বাড়িতে বসেই ৫ লক্ষ টাকা রোজগারের বিশাল সুবিধা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Business Idea|Business Opportunity|Earn Money|Old Two rupees Coin|Business|Online Sale and Purchase|Quikr business|Business and Trade: মাত্র ২ টাকার কয়েন বদলে দিতে পারে জীবন ৷
advertisement
1/12

যদি অতি দ্রুত টাকা পয়সা রোজগার করতে চান সেক্ষেত্রে বড় খবর রয়েছে ৷ এমন এক ধরনের ব্যবসার বিষয়ে আলোচনা করা হবে যাতে অল্প সময়েই মোটা মুনাফা সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/12
যেখানে বাড়িতে বসেই ৫ লক্ষ টাকা রোজগার করা যেতে পারে ৷ যদি কিছু পুরনো চাকা বাড়িতে থেকে থাকে সেক্ষেত্রে মোটা টাকা রোজগার সম্ভবপর হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/12
পুরনো নোট বা কয়েন থাকলেই মোটা অঙ্কের টাকা রোজগারের বিশেষ সুযোগ থাকছে ৷ এক চান্সের লাখপতি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি পকেটে পুরনো টাকা থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/12
যদি কোনও ব্যক্তির কাছে ১৯৯৪ সালের সিরিজের ২ টাকার কয়েন থেকে থাকে ৷ সেক্ষেত্রে ৫ টাকা রোজগারের সুযোগ থাকতে পারে ৷ বাজারে এই কয়েনের চাহিদা অত্যন্ত বেশি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/12
এই টাকার পিছনে বিশ্ব খাদ্য দিবসের নকশা থাকতে হবে ৷ যদি এই ২ টাকার কয়েন থেকে থাকে সেক্ষেত্রে (Quickr) ওয়েবসাইটে যেতে হবে ৷ এই দুর্লভ টাকার দাম ২ টাকা পর্যন্ত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/12
৫ লক্ষ টাকা রোজগারের এক বড় রাস্তা রয়েছে ৷ একনজরে দেখে নিন কীভাবে টাকা রোজগার করা যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/12
এমন করেই রানি ভিক্টোরিয়ার সময়কার বা তাঁর শাসনকালের এক টাকার অ্যালুমেনিয়ামের টাকার মূল্য ২ লক্ষ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/12
১৯১৮ সালে প্রস্তুত ১ টাকার কয়েনের বদলে পাওয়া যাবে ৯ লক্ষ টাকা ৷ ই কমার্স সাইট ক্যুইকারে এই কয়েন বিক্রি করা হচ্ছে ৷ এই টাকার বাজারে চাহিদা অত্যন্ত বেশি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/12
কেনাবেচার মাধ্যমেই হতে পারে অর্থপ্রাপ্তিও ৷ এই ভাবেই কয়েন বিক্রি করা যেতে পারে (OLX) ৷ ২ টাকার পুরনো কয়েন থাকলেই (OLX) ওয়েবসাইটে বিক্রি করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/12
এই ওয়েবসাইটে দুলর্ভ কয়েনের সাহায্যে মোটা টাকা রোজগার করা যেতে পারে ৷ কয়েন বিক্রি করতে গেলে সবার আগে (OLX) বিক্রেতা হিসাবে নাম নথিভুক্ত করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/12
এরপরে কয়েন দুদিকের ছবি তুলে আপলোড করতে হবে, সঙ্গে মোবাইল নম্বর ও ইমেল আইডি দিতে হবে, ওয়েবসাইটে দেয়া সমস্ত তথ্য ভেরিফাই করতে হবে ৷ যিনি কেনার ইচ্ছাপ্রকাশ করবেন তিনি সরাসরি বিক্রেতার সঙ্গে যোগাযোগ করবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/12
Quikr-এও বিক্রি করতে গেলে একই ধরনের পদক্ষেপ অবলম্বন করতে হবে Quikr ওয়েবসাইটে গিয়ে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Old Two Rupees Coin: ২ টাকার কয়েনই করবে মালামাল? বাড়িতে বসেই ৫ লক্ষ টাকা রোজগারের বিশাল সুবিধা