ICICI Bank Offer: উৎসবের মরশুমে কেনাকাটায় ২৬ হাজার টাকা ক্যাশব্যাক, ‘ফেস্টিভ বোনানজা’ চালু করল আইসিআইসিআই
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
ICICI Bank launches ‘Festive Bonanza’: উৎসবের মরশুমে ‘ফেস্টিভ বোনানজা’ চালু করল আইসিআইসিআই। কেনাকাটায় দুর্দান্ত অফার, ডিসকাউন্ট এবং ২৬ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
advertisement
1/10

উৎসবের মরশুমে ‘ফেস্টিভ বোনানজা’ চালু করল আইসিআইসিআই। কেনাকাটায় দুর্দান্ত অফার, ডিসকাউন্ট এবং ২৬ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। গ্রাহকরা আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, রুপে ক্রেডিট কার্ড এবং কার্ডলেস ইএমআই-এর মাধ্যমে পছন্দের ব্র্যান্ড থেকে কেনাকাটায় এই সুবিধা পাবেন। শুধু তাই নয়, এই অফার ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে নো-কস্ট ইএমআই আকারেও পাওয়া যাবে।
advertisement
2/10
পুজোর সময় শুধু জামা-জুতো নয়, অনেকে গ্যাজেটও কেনেন। কেউ ঘুরতে যান। তাই সমস্ত রকমের গ্রাহকের কথা মাথায় রেখেই বিভিন্ন বিভাগে অফার নিয়ে এসেছে আইসিআইসিআই। যেমন ইলেকট্রনিক্স, মোবাইল, ফ্যাশন, গয়না, আসবাবপত্র, ভ্রমণ, ডাইনিং এবং আরও অনেক কিছু। এ জন্য মেক মাই ট্রিপ, টাটা নিউ, ওয়ান প্লাস, এইচপি, মাইক্রোসফট, ক্রোমা, রিলায়েন্স ডিজিটাল, এলজি, সোনি, স্যামসাং, তনিষ্ক, তাজ, জোম্যাটো এবং সুইগির মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ব্যাঙ্ক।
advertisement
3/10
পাশাপাশি ফ্লিপকার্টের সঙ্গে বিগ বিলিয়ন ডেজ সেল (৮ অক্টোবর থেকে ১৫ অক্টোবর), মিন্ত্রার সঙ্গে বিগ ফ্যাশন ফেস্টিভ্যাল (৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবর) এবং অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের (অক্টোবরের শেষ সপ্তাহে) সঙ্গেও হাত মিলিয়েছে আইসিআইসিআই। এছাড়া গ্রাহকদের জন্য খুব শীঘ্রই হোম লোন, অটো লোন এবং টু হুইলার লোনের মতো খুচরো লোনে বিশেষ অফার চালু করতে চলেছে তারা। ব্র্যান্ড এবং ই-কমার্স প্ল্যাটফর্মে অফার: ফ্লিপকার্ট, মিন্ত্রা, অ্যামাজন এবং টাটা ক্লিকের মতো ই-কমার্স প্ল্যাটফর্মে কেনাকাটায় ১৫ শতাংশ পর্যন্ত ছাড়।
advertisement
4/10
মোবাইল ফোন: অ্যাপল, ওয়ান প্লাস, মোটোরোলা, অপো, শাওমি এবং রিয়েলমি-র ফোনে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং ইএমআই। আইফোন ১৫-র নো কস্ট ইএমআই ২৪৯৭ টাকা থেকে শুরু।
advertisement
5/10
ইলেকট্রনিক্স: এলজি, স্যামাং, সোনি, ইউরেকা ফোর্বস, হোয়্যার্লপুলের মতো শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পণ্যে ২৬ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বোস-এর স্পিকারে ৬ হাজার টাকা পর্যন্ত কেনাকাটায় ১০ শতাংশ ছাড়। জেবিএল-এর নির্বাচিত পণ্যে ১২ হাজার টাকা পর্যন্ত কেনাকাটায় ২৫ শতাংশ তাৎক্ষণিক ক্যাশব্যাক। এছাড়া রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা এবং বিজয় সেলসেও আকর্ষণীয় ডিসকাউন্ট রয়েছে।
advertisement
6/10
ফ্যাশন: লাইফস্টাইল, ফাস্ট্র্যাক, মিন্ত্রা, সেন্ট্রোর মতো শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ডগুলিতে অতিরিক্ত ১০ শতাংশ ছাড়।
advertisement
7/10
ভ্রমণ: মেকমাইট্রিপ, যাত্রা, ক্লিয়ারট্রিপ, ইজমাইট্রিপের মতো নেতৃস্থানীয় ভ্রমণ সাইটগুলিতে আকর্ষণীয় ছাড়।
advertisement
8/10
ডাইনিং: জোম্যাটো, সুইগি, ইজিডিনার এবং ম্যাকডোনাল্ডসে দুর্দান্ত ছাড়।
advertisement
9/10
বিনোদন: সোনিলিভ-এর বার্ষিক সাবস্ক্রিপশনে আকর্ষণীয় অফার এবং সিনেপোলিসের সিনেমার টিকিটে ছাড়।
advertisement
10/10
আসবাবপত্র এবং বাড়ির সাজসজ্জা: পেপারফ্রাই, আরবান ল্যাডার এবং ডুরোফ্লেক্সের মতো ব্র্যান্ডগুলিতে ১০ শতাংশ ছাড়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ICICI Bank Offer: উৎসবের মরশুমে কেনাকাটায় ২৬ হাজার টাকা ক্যাশব্যাক, ‘ফেস্টিভ বোনানজা’ চালু করল আইসিআইসিআই