TRENDING:

Huge Money From Lotus: বাংলার পুকুরে চাষ হচ্ছে পদ্মফুল, দিচ্ছে সাগর পাড়ি, এক একটা পদ্ম বিকোচ্ছে আগুন দামে, মালামাল হয়ে যাচ্ছে সবাই

Last Updated:
Earn Money From Lotus: বীরভূমের পদ্ম বিদেশে পাড়ি দিচ্ছে। দাম শুনলে অবাক হবেন।
advertisement
1/5
বাংলার পুকুরে চাষ হচ্ছে পদ্মফুল, দিচ্ছে সাগর পাড়ি, এক একটা পদ্ম বিকোচ্ছে আগুন দামে
বীরভূম : কথাতেই রয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ।আর প্রত্যেক পার্বণে বিভিন্ন ধরনের ফুল দরকার হয়ে থাকে।তবে সব থেকে বেশি প্রয়োজন হয় পদ্ম ফুলের। দুর্গাপুজো কালীপুজো সব সময় পদ্ম ফুলের চাহিদা থাকে তুঙ্গে। তবে শুধু পুজোর সময় নয়,বছরের অন্যান্য সময়ও পদ্ম ফুলের প্রয়োজন হয়ে থেকে। আর বছরের বিভিন্ন সময় বীরভূম থেকে পদ্ম পাড়ি দেয় বিদেশে।বীরভূমের আহমেদপুরের বিভিন্ন প্রত্যন্ত গ্রামগুলি থেকে পদ্ম ফুল আমেরিকা,থাইল্যান্ড,নেপাল, ভূটান প্রভৃতি দেশে পৌঁছে যায়। Photo- File
advertisement
2/5
তবে তাদের চাষ করা পদ্ম বিদেশে যাচ্ছে এতে যেমন গর্বিত পদ্ম চাষিরা। অন্যদিকে,বিভিন্ন সময় পদ্মচাষে ব্যাপক ক্ষতিও হয়।যেমন গত বছর দুর্গাপুজোর আগে অতি বৃষ্টির কারণে বহু ক্ষতির সম্মুখীন হয়েছেন পদ্ম ফুল চাষিরা। মেলেনি ন্যায্য মজুরি, আক্ষেপ পদ্মচাষি থেকে মহাজনদের।গ্রাম বাংলার আনাচে কানাচে পুকুর, ছোট জলাশয় সর্বত্রই পদ্ম চাষ হয়ে থাকে৷ অনেকে এখন আবার বাড়িতেও পদ্ম চাষ করে থাকছেন।বীরভূমও পদ্ম চাষের জন্য অনুকূল। Photo- File
advertisement
3/5
দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজোর সময় এবং কালী পুজোর সময় পদ্মের চাহিদা বাড়ে কয়েক গুণ।এছাড়াও সরস্বতী পুজোর সময় ও পদ্ম ফুলের চাহিদা বেড়ে যায় কয়েকগুণ।বীরভূমের আহমেদপুরের প্রত্যন্ত গ্রামগুলি থেকে এবার পদ্ম পাড়ি দিচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত সহ বিদেশেও৷ এখান থেকে কলকাতা, দিল্লি,চেন্নাই, মুম্বাই প্রভৃতি জায়গায় পদ্ম যাচ্ছে। এমনকি,দুর্গাপুজো,কালিপুজো, লক্ষ্মীপুজোতেও মেট্রো শহরগুলি পদ্ম ফুল যায় বীরভূমের আহমেদপুর থেকে। Photo- File
advertisement
4/5
তবে কীভাবে এই পদ্ম পাড়ি দিচ্ছে বিদেশে! এই বিষয়ে পদ্ম ফুল চাষিরা জানাচ্ছেন বিদেশে গেলে পদ্ম প্লেনের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। বিদেশে পৌঁছানোর জন্য বিশেষ প্যাকিং এর মাধ্যমে সেটি পাঠানো হয়।তবে জানেন বীরভূমের পদ্ম বিদেশে পাড়ি দিলে কত দাম হতে পারে! Photo- File
advertisement
5/5
এই বিষয়ে এক ব্যবসায়ী জানাচ্ছেন মূলত বীরভূম থেকে এক একটি পদ্ম কুড়ি টাকা পিস অনুযায়ী বিদেশে পাঠানো হয়। বিদেশে সেই পত্র কখনও ৭০ কখনও ৮০ আবার কোনও কোনও ক্ষেত্রে আরও বেশি টাকার বিনিময়ে বিক্রি হয়ে থাকে। প্রসঙ্গত ও গত বছর লক্ষ্মী পুজোর আগে বীরভূমে এক একটি পদ্ম ১২০ থেকে ১৪০ টাকা পিসে বিক্রি হয়েছে। মূলত চাষে ক্ষতি হওয়ার কারণে এই রকম মূল্য বৃদ্ধি বলে জানাচ্ছেন চাষিরা। Photo- File Input- Souvik Roy
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Huge Money From Lotus: বাংলার পুকুরে চাষ হচ্ছে পদ্মফুল, দিচ্ছে সাগর পাড়ি, এক একটা পদ্ম বিকোচ্ছে আগুন দামে, মালামাল হয়ে যাচ্ছে সবাই
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল