এক ছাদের তলায় সব! ঢুঁ মারলে আর ফিরে তাকাতে হবে না! পুজোর আগে মহিলাদের দিলখুশ করার পারফেক্ট প্লেস
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
সত্যি বলতে এই মেলায় এসে এখন মেয়েরা হাতের কাছে এত সামগ্রী দেখে হারিয়ে যাচ্ছেন অন্য জগতে, নিমেষে গলে যাচ্ছে মন।
advertisement
1/6

<strong>হাওড়া, রাকেশ মাইতি</strong>: এবার পুজোর কেনাকাটা আরও সহজে! বুটিকের সেরা শাড়ি-গয়নার প্রচুর কালেকশান। সাজ সরঞ্জাম পুজোর কেনাকাটার হরেক জিনিস রয়েছে মুখরচোখ খাবার। এই সমস্ত কিছু এক ছাদের তলায়। চোখ ধাঁধানো কালেকশন একটার থেকে অন্যটা চোখ ফেরান দায়। দামও আকাশ ছোঁয়া নয়, সমস্ত কিছুই নাগালের মধ্যে। হাতে তৈরি সৃজনশীল ভাবনায় এখানে এমন জিনিস রয়েছে, যা হয়ত নামজাদা শপিংমলে মিলবে না।
advertisement
2/6
শহরবাসীর এবার পুজোয় কেনাকাটা আরও সহজ করে দিয়েছে হাওড়া পৌরসভা। ১২ থেকে ২২ সেপ্টেম্বর হাওড়ার ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে শারদ মেলা শুরু হয়েছে। দুপুর ১টা থেকে রাত ৯ টা পর্যন্ত থাকছে কেনাকাটার সুযোগ।পুজোর বাজারকে সামনে রেখে মেলা। মেলার নামকরণ করা হয়েছে ‘শারদ মেলা’।(ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
3/6
হাওড়া ডুমুরজোলা ইন্ডোর স্টেডিয়াম এখন শহরবাসীর পুজোর কেনাকাটার ঠিকানা। পোশাক জুতো ব্যাগ হাতে তৈরি ক্লে কাপড় অক্সিডাইজার এবং সিটি গোল্ড জুয়েলারির বিপুল সম্ভার। পুজো মানে নিত্য নতুন সাজ, সেই চাহিদার কথা গুরুত্ব দিয়ে এখানে পোশাক ষ্টেশনারী দ্রব্যর সঙ্গে কসমেটিকও রয়েছে। চুটিয়ে পুজোর বাজার মানে হাওড়া শহরবাসীর এখন ঠিকানা ডুমুরজলা 'ইনডোর স্টেডিয়াম'।(ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
4/6
মেলায় অসংখ্য স্টল রয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্বনির্ভর গোষ্ঠী মহিলা দ্বারা পরিচালিত। বেশিরভাগ স্টলে থাকা জিনিস মহিলাদের নিজেদের হাতে তৈরি। মেলায় পোশাক সাজ সরঞ্জামের সঙ্গেই বিক্রি হচ্ছে খাবার। গরম গরম বিভিন্ন খাবারের সঙ্গে কেক পেস্টি ক্যাডবেরি থেকে আচার বরি ঘর সাজাতে শোপিস। অন্যদিকে পুজোর কেনাকাটায় সম্পূর্ণতা আনতে নামি বিভিন্ন কোম্পানির জুতোর স্টলও রয়েছে এই মেলায়। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
5/6
১২ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর ১১ দিনের মেলার সূচনা থেকেই বেশ সাড়া মিলেছে বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা। হাওড়া পুরসভার উদ্যোগে এ মেলা, বাইরের বাজারের তুলনায় অনেক কম দামে জিনিস মিলছে এখানে। একদিকে যেমন এই মেলার মাধ্যমে ক্রেতারা কম দামে জিনিস হাতে পাবেন, অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ী বা উদ্যোগীরা উপকৃত হবেন পুজোর বাজারে।(ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
6/6
এই মেলায় মানুষের চাহিদা মতো বিভিন্ন জিনিসের স্টল থাকছে। নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে হাওড়া পুরসভা ও হাওড়া সিটি পুলিশের স্টলও থাকছে মেলায়। এই ব্যস্ততার সময়, ন্যায্য দামে এক ছাদের তলায় সমস্ত কিছু হাতের কাছে পাচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের জন্য কোনওরকম প্রবেশ মূল্য রাখা হয়নি এই মেলায়, অবাধে প্রবেশ। আর সত্যি বলতে এই মেলায় এসে এখন মেয়েরা হাতের কাছে এত সামগ্রী দেখে হারিয়ে যাচ্ছেন অন্য জগতে, নিমেষে হচ্ছে দিলখুশ। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
এক ছাদের তলায় সব! ঢুঁ মারলে আর ফিরে তাকাতে হবে না! পুজোর আগে মহিলাদের দিলখুশ করার পারফেক্ট প্লেস