TRENDING:

গ্ল্যামার জগৎ থেকে স্টার্ট-আপের দুনিয়ায়, কীভাবে তিলে তিলে ১২০০ কোটি টাকার সাম্রাজ্য তৈরি করলেন বিবেক ওবেরয়?

Last Updated:
How Vivek Oberoi Built 1200 cr Empire: Fortune India-র সঙ্গে আলাপচারিতায় নিজের সফর, বলিউডের দুনিয়া সম্পর্কে খোলাখুলি কথা বললেন প্রাক্তন অভিনেতা। তথ্য বলছে, আজ বিবেক ওবেরয়ের সম্পত্তির পরিমাণ ১২০০ কোটি টাকা। ফলে বলিউডের অন্যতম ধনী ব্যক্তি তিনিই।
advertisement
1/8
গ্ল্যামার জগৎ থেকে স্টার্ট-আপের দুনিয়ায়, কীভাবে ১২০০ কোটি টাকার সাম্রাজ্য তৈরি করলেন বিবেক
গ্ল্যামারের জাঁকজমক ছেড়ে এক সময় বেরিয়ে এসেছিলেন অভিনেতা বিবেক ওবেরয়। তারপর ব্যবসায়িক জগতে পদার্পণ করেছিলেন। তবে অভিনেতা থেকে সটান উদ্যোগপতি ব্যবসায়ী হয়ে ওঠার তাঁর যে যাত্রাপথ, সেটা সকলকে অনুপ্রেরণা জোগাবে। এবার Fortune India-র সঙ্গে আলাপচারিতায় নিজের সফর, বলিউডের দুনিয়া সম্পর্কে খোলাখুলি কথা বললেন প্রাক্তন অভিনেতা। তথ্য বলছে, আজ বিবেক ওবেরয়ের সম্পত্তির পরিমাণ ১২০০ কোটি টাকা। ফলে বলিউডের অন্যতম ধনী ব্যক্তি তিনিই। (Photo: Instagram/Vivek Oberoi)
advertisement
2/8
এর পিছনে তাঁর বাবা তথা অভিনেতা সুরেশ ওবেরয়ের অবদান অনস্বীকার্য, তা স্বীকার করে নিলেন বিবেক। তাঁর কথায়, “ব্যবসা এমন একটা জিনিস, যেটা আমি দীর্ঘ সময় ধরে করে আসছি। আর আমার মনে হয়, এর জন্য আমার বাবাকে ধন্যবাদ বলা উচিত। আসলে খুব ছোট বয়সেই বাবা আমায় ব্যবসায় হাতেখড়ি দিয়েছিলেন। আসলে বাবা আমায় নানা রকম জিনিস দিতেন। যেমন - পারফিউম, ইলেকট্রনিক্স, অ্যাপারেল, জুতো ইত্যাদি। আর আমি সেগুলি স্কুল ব্যাগে ভরে নিয়ে সাইকেলে চেপে লোকের বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতাম।” (Photo: Instagram)
advertisement
3/8
টাকার মূল্য এবং তার কার্যকারিতার বোধ খুব অল্প বয়সেই তাঁর মধ্যে বপন করা হয়েছিল। বিবেকের বক্তব্য, “ব্যবসা কখনওই বিকল্প ভাবনায় ছিল না।” আর তাই আজ তাঁর সবথেকে বড় উদ্যোগ বিএনডব্লিউ রিয়েল এস্টেট ডেভেলপমেন্টস এখন সংযুক্ত আরব আমিরশাহির রিয়েল এস্টেট মার্কেটের রাইজিং প্লেয়ার। স্টক মার্কেটের খুঁটিনাটি থেকে শুরু করে পরোক্ষ ভাবে রিয়েল এস্টেটে বিনিয়োগের কৌশল শিখেছেন বিবেক। সেই সঙ্গে সঠিক মানুষদের সঙ্গে কাজ করার উপযোগিতার কথাও তুলে ধরেছেন। (Photo: Instagram)
advertisement
4/8
বিএনডব্লিউ চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা অঙ্কুর আগরওয়ালের প্রসঙ্গে বিবেক বলেন, “আমার জন্য ব্যবসাটা শুধুমাত্র আইডিয়া নয়, বরং এটা মানুষের সঙ্গে সংযোগ গড়ে তোলাও বটে! আমার বিশ্বাস, আইডিয়া নয়, বরং একটা দৃষ্টিভঙ্গি দিয়েই একটা সংস্থা চালানো সম্ভব। আমার অঙ্কুরের সঙ্গে আলাপ হয়েছিল। তিনি ভীষণ উজ্জ্বল, অত্যন্ত বুদ্ধিমান এবং সকলের পাশে থাকেন। আসলে খুব ছোট বয়সে বাবাকে হারিয়েছেন, ফলে শূন্য থেকে যাত্রা শুরু করতে হয়েছিল তাঁকে।” File Photo
advertisement
5/8
বিবেক নিজেও মুম্বইয়ের মিঠিবাঈ কলেজের বাণিজ্য বিভাগ থেকে স্নাতক হয়েছেন। পরীক্ষাগারে প্রস্তুত হিরের ব্র্যান্ড Solitario-র সহ-প্রতিষ্ঠাতা তিনি। বিবেকের বক্তব্য, তাঁর এই সংস্থা গত ৩১ মার্চ ২০২৫ তারিখ ইয়ার এন্ডিং হয়েছে। রাজস্ব ছিল ৯৫ থেকে ১০০ কোটি টাকা। আগের বছরের তুলনায় যা দ্বিগুণ।
advertisement
6/8
হিরের এই ব্র্যান্ডের প্রসঙ্গে বিবেক বলেন যে, “আমি লিওনার্দো ডিক্যাপ্রিও-র ‘ব্লু ডায়মন্ড’ দেখেছি। তখন থেকেই হিরে পরা কিংবা গয়না হিসেবে কেনা বন্ধ করে দিয়েছি। আসলে বিষয়টিকে নীতিগত ভাবে ভুল মনে হয়েছে। এর মাধ্যমে আফ্রিকার শিশুদের শোষণ করা হচ্ছে। তাই নীতির দিক থেকে আমি হিরে কেনা কিংবা উপহার হিসেবে দেওয়া বন্ধ করেছি।”
advertisement
7/8
এখানেই শেষ নয়, সম্প্রতি তিনি বিনিয়োগ করেছেন আন্তর্জাতিক স্তরের প্রিমিয়াম ক্র্যাফ্ট জিন কোম্পানি Rutland Square Spirits Ltd-এ। এই সংস্থায় তাঁর ইক্যুইটির পরিমাণ ২১ শতাংশ। যার মূল্য ৩০ মিলিয়ন পাউন্ড। এই সমস্ত উদ্যোগ ছাড়াও অ্যাগ্রি-টেক ফার্ম Agribid, এডটেক স্টার্ট-আপ iScholar, ভেহিকেল কেয়ার প্ল্যাটফর্ম ReadyAssist এবং গ্লোবাল ব্র্যান্ড অ্যাক্সিলারেটর Impresario Global-এ স্ট্র্যাটেজিক ভূমিকা পালন করেন তিনি। Photo: X
advertisement
8/8
এদিকে অভিনয়কে বিদায় জানিয়েছেন ঠিকই। তবে এখনও সমান ভাবে বলিউডের সঙ্গে যুক্ত বিবেক ওবেরয়। তিনি নিজেই জানালেন সে কথা। নিজের আসন্ন কাজের বিষয়ে বলেন যে, “সৃজনশীলতার দিক থেকে দেখতে গেলে আমি সেটে থাকতে ভালবাসি। তাই এই গরমের মরশুমে ‘মস্তি ৪’ নিয়ে ফিরছি আমি। আর একটা কিংবা ২টো ছবি, যা আমায় সত্যিকারের আনন্দ দেয়।”
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
গ্ল্যামার জগৎ থেকে স্টার্ট-আপের দুনিয়ায়, কীভাবে তিলে তিলে ১২০০ কোটি টাকার সাম্রাজ্য তৈরি করলেন বিবেক ওবেরয়?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল