TRENDING:

দিওয়ালি বোনাস-এর টাকায় কীভাবে সহজেই হয়ে উঠবেন লাখোপতি, রইল তারই হদিশ--

Last Updated:
advertisement
1/5
দিওয়ালি বোনাস-এর টাকায় কীভাবে সহজেই হয়ে উঠবেন লাখোপতি, রইল তারই হদিশ--
ব্যাঙ্ক অ্যাকাউন্ট সরগরম...সবে দিওয়ালি বোনাস ঢুকেছে! তবে, হুড়মুড়িয়ে সব টাকা খরচ করে ফেলবেন না! কথায় বলে না, মাছের তেলেই মাছ ভাজুন! আপনিও এ'বছর তেমনটা করে দেখুন! দিওয়ালি বোনাস-এর টাকা সঠিকভাবে খরচা করে কীভাবে সহজেই লাখোপতি হয়ে উঠবেন, রইল তারই টিপস-- Photo Source: Collected
advertisement
2/5
প্রথমেই হিসেব করে নিন, মাসে আপনি কত টাকা ইএমআই দেন! যদি কার লোন বা হোম লোন নিয়ে থাকেন, তাহলে বোনাসের টাকা দিয়ে একধাক্কায় লোনের অঙ্কের পরিমাণ অনেকটা কমিয়ে ফেলুন। এতে আপনার মাসিক সুদের হার কমবে, ফলে প্রতি মাসে অনেকটা বাড়তি টাকা আপনার অ্যাকাউন্টে থাকবে,পাশাপাশি ইএমআই দেওয়ার সময়সীমাও কমে যাবে! Photo Source: Collected
advertisement
3/5
ধরে নেওয়া যাক, আপনি যদি ২০ বছরের সময়সীমায়, ৯ শতাংশ মাসিক সুদের হারে, ২৫ লাখ টাকা লোন নিয়ে থাকেন, তা হলে আপনার মাসিক এইএমআই গিয়ে দাঁড়ায় ২২,৪৯৩ টাকায়। এবার যদি আপনি ২৩,০০০ টাকা প্রি- পেমেন্ট করেন, তাহলে সুদ সহ মোট টাকার পরিমাণ ২৮.৯৮ লাখ থেকে ২৭.৮৯ টাকায় গিয়ে দাঁড়াবে। লোনের সময়সীমাও ২৪০ মাস থেকে কমে ২৩৫ মাসে গিয়ে দাঁড়াবে। Photo Source: Collected
advertisement
4/5
ধরুন আপনার বোনাসের অঙ্ক এক লক্ষ টাকা! হুড়মুড়িয়ে সবটা টাকা খরচা না করে ফেলে, ২৫-৩৫ হাজার টাকা মিউচুয়াল ফান্ড-এ বিনিয়োগ করুন। এতে আপনিই লাভবান হবেন। Photo Source: Collected
advertisement
5/5
তবে মাথায় রাখবেন, সবথেকে গুরুত্বপূর্ন কিন্তু আপনার পরিবার । কাজেই, বোনাসের টাকা থেকে লোন মেটানো, বিনিয়োগ করা, ইনসিয়্যুরেন্স-এর প্রিমিয়াম দেওয়ার পর যে টাকা থাকবে, তা খরচ করুন শুধুমাত্র পরিবারের খুশির জন্য। Photo Source: Collected
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
দিওয়ালি বোনাস-এর টাকায় কীভাবে সহজেই হয়ে উঠবেন লাখোপতি, রইল তারই হদিশ--
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল