TRENDING:

কী ভাবে ট্রান্সফার করা যায় NSC? জেনে নিন বিশদে

Last Updated:
অনেক ক্ষেত্রেই একজনের থেকে অন্যজনের নামে ট্রান্সফার করা হয় NSC। কিন্তু কী ভাবে হয় এই NSC ট্রান্সফার?
advertisement
1/4
কী ভাবে ট্রান্সফার করা যায় NSC? জেনে নিন বিশদে
পোস্ট অফিস স্মল সেভিংস স্কিমগুলির মধ্যে একটি জনপ্রিয় ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট স্কিম হল ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা NSC। মূলত নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর বিনিয়োগ ক্ষমতার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই সেভিংস বন্ড। এক্ষেত্রে ঝুঁকির সম্ভাবনাও অনেকটা কম। অনেক ক্ষেত্রেই একজনের থেকে অন্যজনের নামে ট্রান্সফার করা হয় NSC। কিন্তু কী ভাবে হয় এই NSC ট্রান্সফার? জেনে নিন।
advertisement
2/4
এক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। ১.৫ লক্ষ টাকা পর্যন্ট ট্যাক্স ডিডাকশনের ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের ধারা 80 C ধারায় NSC-র উল্লেখ রয়েছে। এক্ষেত্রে বার্ষিক ৬.৮ শতাংশ হারে সুদের হিসেব করা হয়। এবং ম্যাচিওরিটি টার্মের শেষে যাবতীয় টাকা ক্রেডিট হয়ে যায়। বর্তমানে লাগু NSC ট্রান্সফার রেগুলেশন অনুযায়ী পুরো সময়কালের মধ্যে শুধু একবারই স্থানান্তর করা যায় NSC। সার্টিফিকেট ইস্যু হওয়ার কমপক্ষে এক বছর পর থেকে একজন থেকে অন্যজনে ট্রান্সফার করা যায় এই NSC।
advertisement
3/4
এক্ষেত্রে NSC VIII ইস্যুর একটি পাঁচ বছরের ম্যাচিওরিটি পিরিয়ড রয়েছে। NSC ট্রান্সফার করার জন্য NC 34 নামে একটি ফর্ম পূরণ করতে হয়। যাঁকে ট্রান্সফার করা হচ্ছে, তাঁর নাম দিতে হয় এই ফর্মে। এর পাশাপাশি যিনি ট্রান্সফার করছেন, তার নামও দিতে হয়। সার্টিফিকেটের অ্যামাউন্ট, সিরিয়াল নম্বর, হোল্ডার সিগনেচার, ইস্যু করার তারিখ-সহ একাধিক তথ্য থাকে। যদি ট্রান্সফার করার লোকটি প্রাপ্তবয়স্ক না হন, তাহলে তাঁর অভিভাবক বা হোল্ডারের সই লাগবে। যাঁকে ট্রান্সফার করা হচ্ছে, তাঁর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
advertisement
4/4
NSC অথরাইজেশনের সম্পর্কিত রেগুলেশন অনুযায়ী, NSC হোল্ডারকে KYC ডকুমেন্টেশন করাতে হয়। একটি নির্দিষ্ট ফরম্যাটে ছবি, ঠিকানা, বৈধ পরিচয়পত্র ও একটি সার্টিফায়েড ডিক্লারেশন ফর্ম জমা দিতে হয়। এবার পুরনো সার্টিফিকেটটি সংশ্লিষ্ট ব্যক্তির নামে হয়ে যায়। এক্ষেত্রে পোস্ট মাস্টারের স্ট্যাম্প ও নির্দিষ্ট তারিখও দেওয়া থাকে। উল্লেখ্য, পুরো প্রক্রিয়াতে একটি ট্রান্সফার ফি লাগে। এই ফি নির্ধারণ করে পোস্ট অফিস।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
কী ভাবে ট্রান্সফার করা যায় NSC? জেনে নিন বিশদে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল