উৎসবের বোনাস পেয়েছেন ? বাড়তি টাকা দিয়ে এই ৩টি কাজ করুন, আপনি ও আপনার পরিবার থাকবে সুখে
Last Updated:
advertisement
1/6

উৎসবের মরশুম মানেই বোনাস আর বোনাস মানেই উৎসবের আনন্দ দ্বিগুণ । অ্যাকাউন্টে স্যালারি ও বোনাস পেলেই যেন নিজের খুশি মত খরচ করার ইচ্ছে হয়, কিন্তু এরকম করার আগে আরও একবার ভাবুন ।
advertisement
2/6
খরচ করার আগে নিজের টাকা-পয়সা সম্পর্কে দায়িত্বশীল হোন । খরচ অবশ্যই করুন কিন্তু তা যেন আপনার সামর্থ্যের মধ্যে থাকে ।
advertisement
3/6
যদি আপনার উপর বাড়ি বা গাড়ির লোনের বোঝা থাকে সেক্ষেত্রে অতিরিক্ত টাকা দিয়ে অবশ্যই ইএমআই হ্রাস করুন ।
advertisement
4/6
ইএমআই কমাতে পারলে লোন শোধ করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে আপনার ।
advertisement
5/6
যদি বোনাসের পরিমাণ অনেকটাই হয় , তাহলে মিউচ্যুয়াল ফান্ডে টাকা বিনিয়োগের কথা অবশ্যই ভাবুন ।
advertisement
6/6
তবে এত কিছুর পরে আনন্দ করতে একদমই ভুলবেন না, যথাযথ সঞ্চয়ের পর উৎসবে চুটিয়ে আনন্দ করুন ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
উৎসবের বোনাস পেয়েছেন ? বাড়তি টাকা দিয়ে এই ৩টি কাজ করুন, আপনি ও আপনার পরিবার থাকবে সুখে