Ration Card-Aadhaar Card Link: এখনও আধার-রেশন কার্ড লিঙ্ক করেননি? বড় বিপদ সামনে অপেক্ষা করছে!
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
এই কাজ না করলে বন্ধ হয়ে যেতে পারে রেশন সুবিধা! তাড়াতাড়ি আধার আর রেশন কার্ড সংযুক্তিকরণ করুন তা না হলে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে পারেন আপনিও।
advertisement
1/5

এই কাজ না করলে বন্ধ হয়ে যেতে পারে রেশন সুবিধা! তাড়াতাড়ি আধার আর রেশন কার্ড সংযুক্তিকরণ করুন তা না হলে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে পারেন আপনিও। কিভাবে কী করবেন? কি বলছে খাদ্য দফতর জানুন। (সুরজিৎ দে )
advertisement
2/5
আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক না করলে ভবিষ্যতে নাও মিলতে পারে রেশন সুবিধা! তাই এবার আর লম্বা লাইনে দাঁড়ানোর ঝামেলা নয়, বাড়িতেই স্মার্টফোনে সহজেই করা যাবে এই গুরুত্বপূর্ণ কাজ। জলপাইগুড়ি খাদ্য দফতরের আধিকারিকরা জানাচ্ছেন, আধার ও রেশন কার্ড সংযুক্তিকরণ পদ্ধতি এতটাই সহজ যে ক্যাফেতে দৌড়নোর প্রয়োজন পড়বে না।
advertisement
3/5
ভাবছেন কীভাবে করবেন অনলাইনে এই কাজ? রইল সেই সমাধানও প্রথমে নিজের রাজ্যের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (PDS) পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে যান।সেখানে "Link Aadhaar with Ration Card" অপশনটি খুঁজে নিন। নিজের রেশন কার্ড নম্বর, আধার কার্ড নম্বর ও রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখুন।
advertisement
4/5
মোবাইলে আসা OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড) দিন। সফলভাবে তথ্য জমা হলে, কিছুক্ষণের মধ্যেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত হয়ে যাবে। যারা অফলাইনে করতে চান তাদের জন্যেই রইল উপায়। যাঁরা অনলাইনে করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাঁরা নিকটবর্তী খাদ্য দফতর বা রেশন দোকানে গিয়ে আধার কার্ডের কপি, রেশন কার্ড ও মোবাইল নম্বর জমা দিলেই সংযুক্তিকরণ হয়ে যাবে।
advertisement
5/5
অনেকেই ভাবছেন কেন প্রয়োজন এই সংযুক্তিকরণ! খাদ্য দফতর সূত্রে খবর, এই লিঙ্কিং বাধ্যতামূলক করা হয়েছে যাতে প্রকৃত উপভোক্তারা রেশন পান এবং ভুয়ো রেশন কার্ডের অপব্যবহার বন্ধ করা যায়। নির্ধারিত সময়ের মধ্যে লিঙ্ক না করলে রেশন সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। তাই দেরি না করে এখনই স্মার্টফোনে বা নিকটবর্তী খাদ্য দফতরে গিয়ে আধার ও রেশন কার্ড সংযুক্ত করুন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Ration Card-Aadhaar Card Link: এখনও আধার-রেশন কার্ড লিঙ্ক করেননি? বড় বিপদ সামনে অপেক্ষা করছে!