আপনার অফিস ঠিক মতো টাকা জমা করছে তো EPF অ্যাকাউন্টে? কী করে বুঝবেন জেনে নিন এখনই
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
How to check EPFO Balance: এবার এটা কী করে বোঝা যাবে যে কর্তৃপক্ষ ইপিএফ অ্যাকাউন্টে ঠিক ভাবে নিয়ম করে প্রতি মাসে টাকা জমা করছে?
advertisement
1/7

সরকারি যে সব বিনিয়োগ পদ্ধতি, তা সব সময়েই সম্পূর্ণ নিরাপদ। কেন না, তাতে টাকা হারানোর ভয় থাকে না। আর কেউ যদি নিজে থেকে বিনিয়োগের ঝক্কি পোহাতে না চান এবং চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে ইপিএফ বা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড একেবারে আদর্শ। কর্তৃপক্ষই এক্ষেত্রে বেতনের একটা নির্দিষ্ট পরিমাণ জমা করে দেয় ইপিএফ অ্যাকাউন্টে, ফলে, আলাদা করে বিনিয়োগের টাকা বের করতে হয় না।
advertisement
2/7
এবার এটা কী করে বোঝা যাবে যে কর্তৃপক্ষ ইপিএফ অ্যাকাউন্টে ঠিক ভাবে নিয়ম করে প্রতি মাসে টাকা জমা করছে? বেতনের পে স্লিপে তার উল্লেখ থাকবে বটে, দেখা যাবে জমা করা রাশিও। এছাড়াও এই অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার আরেকটা সহজ উপায় রয়েছে, এক নজরে তা দেখে নেওয়া যাক। তাহলেই বোঝা যাবে প্রতি মাসে টাকা জমা পড়ছে কি না।
advertisement
3/7
অনলাইনে কেউ যদি তাঁর ইপিএফ অ্যাকাউন্টে কত টাকা জমা পড়েছে তা দেখতে চান, তাহলে সবার আগে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে, তার ঠিকানা হল- https://www.epfindia.gov.in/site_en/index.php
advertisement
4/7
ইপিএফ অ্যাকাউন্ট যাঁদের আছে, সেই সব কর্মীদের একটা এই সংক্রান্ত নম্বর থাকে। একে বলা হয় ইউএএন নম্বর, পুরো কথাটা হল ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর। ইপিএফ অ্যাকাউন্টে কত টাকা আছে, তা দেখার জন্য এই ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর অ্যাক্টিভেট করে নিতে হবে।
advertisement
5/7
সাইটটি খোলার পর যেতে হবে 'Our Services' ট্যাবে। এবার এখানে ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিতে হবে ‘for employees’ অপশন।সার্ভিস কলামের নিচে 'member passbook' অপশনে ক্লিক করতে হবে।
advertisement
6/7
এই পেজে এসে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর এবং পাসওয়ার্ড দিতে হবে। তার পরে ক্যাপচা কোড এন্টার করে লগ ইন করে নিতে হবে।
advertisement
7/7
লগ ইন করার পরে দিতে হবে মেম্বার আইডি। ব্যস, এবার ইপিএফ অ্যাকাউন্টে কত টাকা জমা আছে, সেই অঙ্কটা দেখা যাবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
আপনার অফিস ঠিক মতো টাকা জমা করছে তো EPF অ্যাকাউন্টে? কী করে বুঝবেন জেনে নিন এখনই