Post Office Superhit Schemes: বছরে ২০ হাজার টাকা বিনিয়োগ করতে চান! পোস্ট অফিসের কোন স্কিমে কত রিটার্ন দেখে নিন এক নজরে
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
কোন যোজনা কেমন, বার্ষিক ২০ হাজার টাকা বিনিয়োগে মিলবে কেমন রিটার্ন দেখে নেওয়া যাক-
advertisement
1/12

ঝুঁকিহীন বিনিয়োগের জন্য অনেকেই পোস্ট অফিসে টাকা রাখতে পছন্দ করেন। পোস্ট অফিস সেভিং স্কিমে বেশ কিছু নির্ভরযোগ্য প্রকল্প রয়েছে।
advertisement
2/12
পোস্ট অফিসের এই সব যোজনার কয়েকটি আয়কর আইনের ৮০ সি ধারার অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত করছাড়ের সুবিধাও দেয়। কোন যোজনা কেমন, বার্ষিক ২০ হাজার টাকা বিনিয়োগে মিলবে কেমন রিটার্ন দেখে নেওয়া যাক—
advertisement
3/12
সেভিংস অ্যাকাউন্ট—বার্ষিক সুদের হার: ৪ শতাংশ। ন্যূনতম বিনিয়োগ: ৫০০ টাকা। বিনিয়োগের ঊর্ধ্বসীমা: নেই। করমুক্ত রিটার্ন: ৫০,০০০ টাকা পর্যন্ত। যেকোনও ভারতীয় নাগরিক পেতে পারেন এই অ্যাকাউন্টের সুবিধা। বার্ষিক ২০,০০০ বিনিয়োগে রিটার্ন: ২০,৮০০ টাকা।
advertisement
4/12
টাইম ডিপোজিট অ্যাকাউন্ট—বার্ষিক সুদের হার: এক বছরের জন্য ৬.৯ শতাংশ, দুই থেকে তিন বছরের জন্য ৭.০ শতাংশ, পাঁচ বছরে ৭.৫ শতাংশ চক্রবৃদ্ধি হারে ন্যূনতম বিনিয়োগ: ১,০০০ টাকা। বিনিয়োগের ঊর্ধ্বসীমা: নেই। করমুক্ত রিটার্ন: পাঁচ বছর পর্যন্ত ৪০,০০০ (প্রবীণদের ৫০,০০০) টাকার উপর অর্জিত সুদে TDS কাটা হয়।
advertisement
5/12
যেকোনও ভারতীয় নাগরিক পেতে পারেন এই অ্যাকাউন্টের সুবিধা।পাঁচ বছরের জন্য বার্ষিক ২০,০০০ বিনিয়োগে রিটার্ন: ২১,৫০০ টাকা। মান্থলি ইনকম স্কিম (MIS)— বার্ষিক সুদের হার: প্রতি মাসে ৭.৪ শতাংশ ন্যূনতম বিনিয়োগ: ১,০০০ টাকা।
advertisement
6/12
বিনিয়োগের ঊর্ধ্বসীমা: সিঙ্গল অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকা, জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা।করমুক্ত রিটার্ন: অর্জিত সুদ করযোগ্য। ৪০,০০০টাকার উপর অর্জিত সুদে TDS কাটা হবে। যেকোনও ভারতীয় নাগরিক পেতে পারেন এই অ্যাকাউন্টের সুবিধা। বার্ষিক ২০,০০০ বিনিয়োগে রিটার্ন: ২১,৪৮০ টাকা।
advertisement
7/12
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)—বার্ষিক সুদের হার: ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে ৮.২ শতাংশ। ন্যূনতম বিনিয়োগ: ১,০০০ টাকা। বিনিয়োগের ঊর্ধ্বসীমা: আজীবন ৩০ লক্ষ টাকা। করমুক্ত রিটার্ন: ৪০,০০০ (প্রবীণদের ৫০,০০০) টাকার উপর অর্জিত সুদে TDS কাটা হয়।
advertisement
8/12
৬০ বছর বা অবসরপ্রাপ্ত বেসামরিক বা প্রতিরক্ষা কর্মচারীদের জন্য ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে বয়সের ব্যক্তি যেকোনও ভারতীয় নাগরিক পেতে পারেন এই অ্যাকাউন্টের সুবিধা।বার্ষিক ২০,০০০ বিনিয়োগে রিটার্ন: প্রায় ২১,৭৮৫ টাকা।
advertisement
9/12
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)—বার্ষিক সুদের হার: বার্ষিক চক্রবৃদ্ধি হারে ৭.১ শতাংশ। ন্যূনতম বিনিয়োগ: ৫০০ টাকা। বিনিয়োগের ঊর্ধ্বসীমা: প্রতি আর্থিক বছরে ১.৫ লক্ষ টাকা। করমুক্ত রিটার্ন: ৮০ সি ধারা অনুসারে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা করছাড়। যেকোনও ভারতীয় নাগরিক পেতে পারেন এই অ্যাকাউন্টের সুবিধা। বার্ষিক ২০,০০০ বিনিয়োগে রিটার্ন: প্রায় ২১,৪২০ টাকা।
advertisement
10/12
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)—বার্ষিক সুদের হার: বার্ষিক চক্রবৃদ্ধি হারে ৭.৭ শতাংশ। ন্যূনতম বিনিয়োগ: ১,০০০ টাকা। বিনিয়োগের ঊর্ধ্বসীমা: নেই। করমুক্ত রিটার্ন: ৮০ সি ধারা অনুসারে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা করছাড়। যেকোনও ভারতীয় নাগরিক পেতে পারেন এই অ্যাকাউন্টের সুবিধা। বার্ষিক ২০,০০০ বিনিয়োগে রিটার্ন: প্রায় ২১,৫৪০ টাকা।
advertisement
11/12
কিসান বিকাশপত্র (KVP)—বার্ষিক সুদের হার: বার্ষিক চক্রবৃদ্ধি হারে ৭.৫ শতাংশ। ন্যূনতম বিনিয়োগ: ১,০০০ টাকা। বিনিয়োগের ঊর্ধ্বসীমা: নেই। করমুক্ত রিটার্ন: সুদ করযোগ্য, কিন্তু মেয়াদপূর্তিতে প্রাপ্ত পরিমাণে কোনও কর নেই। যেকোনও ভারতীয় নাগরিক পেতে পারেন এই অ্যাকাউন্টের সুবিধা। বার্ষিক ২০,০০০ বিনিয়োগে রিটার্ন: ২১,৫০০ টাকা।
advertisement
12/12
সুকন্যা সমৃদ্ধি যোজনা—বার্ষিক সুদের হার: বার্ষিক চক্রবৃদ্ধি হারে ৮ শতাংশ। ন্যূনতম বিনিয়োগ: প্রতি আর্থিক বছরে ২৫০ টাকা। বিনিয়োগের ঊর্ধ্বসীমা: প্রতি আর্থিক বছরে ১.৫ লক্ষ টাকা। করমুক্ত রিটার্ন: ১০ বছর পর্যন্ত কন্যা সন্তানের জন্য প্রযোজ্য। ৮০ সি ধারা অনুযায়ী মেয়াদপূর্তিতে প্রাপ্ত সুদ এবং রিটার্ন করমুক্ত বার্ষিক ২১,৬০০ বিনিয়োগে রিটার্ন: বার্ষিক ২১,৫০০ টাকা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Post Office Superhit Schemes: বছরে ২০ হাজার টাকা বিনিয়োগ করতে চান! পোস্ট অফিসের কোন স্কিমে কত রিটার্ন দেখে নিন এক নজরে