TRENDING:

PNB-তে ৪০০ দিনের FD-তে ১ লাখ টাকা বিনিয়োগ করলে কত রিটার্ন পাবেন? দেখে নিন হিসেব

Last Updated:
গত বছরের শেষ দিকে ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিবর্তন করেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।
advertisement
1/7
PNB-তে ৪০০ দিনের FD-তে ১ লাখ টাকা বিনিয়োগ করলে কত রিটার্ন পাবেন? দেখে নিন হিসেব
গত বছরের শেষ দিকে ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিবর্তন করেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এখন ২ কোটি টাকার কম এফডি-তে ৭.২৫ শতাংশ পর্যন্ত বার্ষিক সুদ মিলছে। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৭৫ শতাংশ।
advertisement
2/7
গ্রাহকরা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারেন। এখন দেখে নেওয়া যাক, সাধারণ গ্রাহক এবং প্রবীণ নাগরিকরা ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটে ১ লাখ টাকা বিনিয়োগ করলে কত রিটার্ন পাবেন।
advertisement
3/7
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের ৭.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। প্রবীণ নাগরিকরা ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পান। অর্থাৎ তাঁদের ক্ষেত্রে সুদের হার ৭.৭৫ শতাংশ।
advertisement
4/7
সুপার সিনিয়র সিটিজেনদের ৮.০৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। এই হিসেব অনুযায়ী, যদি একজন সাধারণ গ্রাহক ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটে ১ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে ৭.৫ শতাংশ সুদের হারে তিনি মেয়াদ শেষে ১,০৮,৩৮৩ টাকা রিটার্ন পাবেন। অর্থাৎ সুদ হিসেবে পাওয়া যাচ্ছে ৮,৩৮৩ টাকা।
advertisement
5/7
প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বেশি। অর্থাৎ কোনও প্রবীণ নাগরিক যদি ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটে ১ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে ৭.৭৫ শতাংশ সুদের হারে তিনি ১,০৮,৬৭১ টাকা রিটার্ন পাবেন। এক্ষেত্রে সুদের পরিমাণ ৮,৬৭১ টাকা।
advertisement
6/7
আবার সুপার সিনিয়র সিটিজেনদের ৮.০৫ শতাংশ হারে সুদ দিচ্ছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। অর্থাৎ ৪০০ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে ১ লাখ টাকা জমা রাখলে ৮.০৫ শতাংশ সুদের হারে তিনি হাতে পাবেন ১,০৯,০১৮ টাকা। এক্ষেত্রে সুদ হিসেবে মিলছে ৯,০১৮ টাকা।
advertisement
7/7
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ট্যাক্স সেভার প্ল্যানে মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক এবং বার্ষিক হারে সুদ দেওয়া হয়। মাসিক সুদ দেওয়া হয় ডিসকাউন্ট হারে এবং ত্রৈমাসিক সুদ সহজ হারে। কিন্তু ষাণ্মাসিক বা বার্ষিক সুদ পরিশোধের ক্ষেত্রে গ্রাহকের কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্টে ত্রৈমাসিক ভিত্তিতে সুদ জমা হয়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PNB-তে ৪০০ দিনের FD-তে ১ লাখ টাকা বিনিয়োগ করলে কত রিটার্ন পাবেন? দেখে নিন হিসেব
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল