TRENDING:

PPF, Sukanya Samriddhi যোজনায় এখন কত সুদ পাবেন? টাকা রাখার আগে জেনে নিন

Last Updated:
Small Savings Scheme: পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) জনপ্রিয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প।
advertisement
1/8
PPF, Sukanya Samriddhi যোজনায় এখন কত সুদ পাবেন? টাকা রাখার আগে জেনে নিন
প্রতি তিন মাস অন্তর ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার সংশোধন করে কেন্দ্র সরকার। ২০২৪-এর এপ্রিল-জুন ত্রৈমাসিকে সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে সুদের হার যা ছিল, তাই থাকছে।
advertisement
2/8
২০২৪-এর ৮ মার্চ অর্থ মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, “২০২৪-২৫ অর্থবর্ষের (১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত) প্রথম ত্রৈমাসিকে সুদের হার ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের (১ জানুয়ারি থেকে ৩১ মার্চ) সুদের হারের মতোই অপরিবর্তিত থাকবে”।
advertisement
3/8
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) জনপ্রিয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রকল্পগুলিতে সুদের হারে কোনও পরিবর্তন হচ্ছে না।
advertisement
4/8
এপ্রিল-জুন ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার একনজরে: পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক ৪ শতাংশ হারে সুদ দেওয়া হবে।
advertisement
5/8
১ বছরের টার্ম ডিপোজিটে ৬.৯ শতাংশ (১০ হাজার টাকায় ৭০৮ টাকা), ২ বছর মেয়াদে ৭.০০ শতাংশ (১০ হাজার টাকায় ৭১৯ টাকা), ৩ বছর মেয়াদে ৭.১ শতাংশ (১০ হাজার টাকায় ৭১৯ টাকা), এবং ৫ বছর মেয়াদে ৭.৫ শতাংশ (১০ হাজার টাকায় ৭৭১ টাকা) হারে সুদ পাবেন গ্রাহক।
advertisement
6/8
৫ বছরের রেকারিং ডিপোজিট স্কিমে সুদের হার থাকছে ৬.৭ শতাংশ।সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ৮.২ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।মান্থলি ইনকাম স্কিমেও সুদের হার অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ৭.৪ শতাংশ। ১০ হাজার টাকায় মিলবে ৬২ টাকা।
advertisement
7/8
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে সুদের হার ৭.৭ শতাংশ, ১০ হাজার টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে মিলবে ১৪,৪৯০ টাকা। পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে ৭.১ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহক। কিষাণ বিকাশ পত্রের মেয়াদ ১১৫ মাসই থাকছে। সুদের হার ৭.৫ শতাংশ।
advertisement
8/8
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে সুদের হার ৭.৫ শতাংশই অপরিবর্তিত রাখা হয়েছে। সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৮.২ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহক।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PPF, Sukanya Samriddhi যোজনায় এখন কত সুদ পাবেন? টাকা রাখার আগে জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল