১ লাখে কত সুদ মিলবে? টাকা ব্যাঙ্কে রাখবেন না পোস্ট অফিসে, খতিয়ে দেখে নিন সব দিক!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট রাখলে ঠিক কতটা সুবিধা পাওয়া যেতে পারে!
advertisement
1/7

ফিক্সড ডিপোজিট বিনিয়োগের সব থেকে নিরাপদ উপায়। সুদের হার একটু কম হলেও নিশ্চিত রিটার্ন পাওয়ার এটিই উপায়। ঝুঁকি বলতে প্রায় কিছুই নেই। প্রায় সমস্ত ব্যাঙ্কেই ফিক্সড ডিপোজিট করা যায়। সেই সঙ্গে ফিক্সড ডিপোজিট রাখার ব্যবস্থা রয়েছে পোস্ট অফিসেও। এক নজরে দেখে নেওয়া যাক পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট রাখলে ঠিক কতটা সুবিধা পাওয়া যেতে পারে—
advertisement
2/7
ধরা যাক কোনও অপ্রবীণ নাগরিক ১ বছরের জন্য ১,০০,০০০ টাকা ফিক্সড ডিপোজিটে জমা করলেন ভারতীয় ডাক বিভাগে। সেক্ষেত্রে তিনি চক্রবৃদ্ধি হারে ৬.৬ শতাংশ হারে সুদ পাবেন। ফলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে তিনি হাতে পাবেন ১,০৬,৮০৩ টাকা।
advertisement
3/7
পোস্ট অফিসে সুদের হার: ১১ মাস ২৮ দিন এর জন্য ফিক্সড ডিপোজটে অর্থ জমা করলে যে কোনও নাগরিক পাবেন ৬.৬ শতাংশ সুদ। ১ বছর থেকে ১ বছর ১১ মাস ২৭ দিন পর্যন্ত মেয়াদে টাকা জমা করলে যে কোনও নাগরিক পাবেন ৬.৮ শতাংশ সুদ। ২ বছর থেকে ২ বছর ১১ মাস ২৭ দিনের জন্য টাকা জমা করলে যে কোনও নাগরিক পাবেন ৬.৯ শতাংশ সুদ। ৩ বছর থেকে ৪ বছর ১১ মাস ২৭ দিনের মেয়াদে টাকা জমা করলে পাওয়া যাবে ৭ শতাংশ সুদ।
advertisement
4/7
এক্ষেত্রে কয়েকটি বিষয় নজরে পড়ার মতো— ১. পোস্ট অফিসে বিনিয়োগ করলে বয়স নির্বিশেষে যে কোনও ভারতীয় নাগরিক ৬.৬ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন। ২. এক্ষেত্রে ন্যূনতম ১০০০ টাকা জমা করতে হবে। ৩. জমা করার কোনও উর্ধ্বসীমা নেই। ৪. যে কোনও প্রয়োজনে যে কোনও সময় টাকা তুলে ফেলা সম্ভব, অর্থাৎ কোনও ‘লকিং পিরিয়ড’ নেই। ৫. ক্রিসল রেটিং নেই। ৬. পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট থাকলেও কোনও ভাবে ঋণ পাওয়া যায় না।
advertisement
5/7
পোস্ট অফিসের তুলনায় অন্য ব্যাঙ্কের সুদের হার: সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক এফডি ৭.২৫-৭.৭৫ শতাংশ কারুর বৈশ্য ব্যাঙ্ক এফডি ৭-৭.৪ শতাংশ উৎকল গ্রামীণ ব্যাঙ্ক এফডি ৬.২৫-৬.৭৫ শতাংশ কর্নাটক ব্যাঙ্ক এফডি ৫.৭৫-৬.১৫ শতাংশ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এফডি ৬.৫-৭ শতাংশ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এফডি ৬.৫- ৭.২৫ শতাংশ সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক এফডি ৬.৫-৭ শতাংশ তামিলনাড়ু গ্রাম ব্যাঙ্ক এফডি ৬.৯- ৭.৪ শতাংশ ইএসএএফ স্মল ফিনান্স ব্যাঙ্ক এফডি ৫.৭৫-৬.২৫ শতাংশ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক এফডি ৬.২৫- ৬.৭৫ শতাংশ
advertisement
6/7
পোস্ট অফিসে এফডি খোলার বিশেষত্ব: যে কোনও ভারতীয় নাগরিক তাঁর নামে বা অন্য কোনও অ্যাকাউন্ট হোল্ডারের সঙ্গে যৌথ ভাবে যে কোনও পোস্ট অফিসে এফডি অ্যাকাউন্ট খুলতে পারেন। এখানে চক্রবৃদ্ধি হারে ত্রৈমাসিক বা বার্ষিক হারে সুদ দেওয়া হয়। পাঁচ বছরের জন্য এফডি বা এএসসি-তে বিনিয়োগ করলে আয়কর আইনের ৮০সি ধারায় আয়কর ছাড় পাওয়া যায়। তবে ফিক্সড ডিপোজিটের সুদের উপর কর গণনা করা হয়। প্রবীণ নাগরিকদের জন্য অবশ্য ৫০০০০ টাকা পর্যন্ত আয়কর ছাড় রয়েছে। যে কোনও প্রাপ্তবয়স্ক একক ভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন। সর্বোচ্চ তিনজন যৌথ ভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন। ১০ বছরের বেশি বয়স্ক নাবালকের নামেও একক অ্যাকাউন্ট খোলা যায়। অপ্রাপ্তবয়স্ক বা অসুস্থ মনস্ক ব্যক্তির হয়ে তাঁর অভিভাবক অ্যাকাউন্ট খুলতে পারেন।
advertisement
7/7
তবে ফিক্সড ডিপোজিটের সুদের উপর কর গণনা করা হয়। প্রবীণ নাগরিকদের জন্য অবশ্য ৫০০০০ টাকা পর্যন্ত আয়কর ছাড় রয়েছে। যে কোনও প্রাপ্তবয়স্ক একক ভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন। সর্বোচ্চ তিনজন যৌথ ভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন। ১০ বছরের বেশি বয়স্ক নাবালকের নামেও একক অ্যাকাউন্ট খোলা যায়। অপ্রাপ্তবয়স্ক বা অসুস্থ মনস্ক ব্যক্তির হয়ে তাঁর অভিভাবক অ্যাকাউন্ট খুলতে পারেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
১ লাখে কত সুদ মিলবে? টাকা ব্যাঙ্কে রাখবেন না পোস্ট অফিসে, খতিয়ে দেখে নিন সব দিক!