Personal Loan EMI: পাঁচ বছরের জন্য ৫ লাখ টাকার পার্সোনাল লোন খুঁজছেন? কোন ব্যাঙ্কে কত EMI দেখে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
যদি কেউ ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা ঋণ নেন, তাহলে তাঁকে কত টাকা সুদ গুণতে হবে এবং সেই পরিমাণের উপর ইএমআই কত হবে, রইল সেই হিসেব।
advertisement
1/8

হঠাৎ টাকার দরকার পড়লে লোন নেওয়া ছাড়া উপায় থাকে না। এক্ষেত্রে অধিকাংশই পার্সোনাল লোন নেন। ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোনে সুদের হার বেশি। তবে অবিলম্বে পাওয়া যায়। তাই আর্থিক প্রয়োজনে পার্সোনাল খোঁজেন বেশিরভাগ মানুষ। তবে সুদ যে খুব বেশি তাও নয়। অন্তত ক্রেডিট কার্ডের সুদের চেয়ে কম। পার্সোনাল লোনে সুদের হার বর্তমানে ১০.৪৯ শতাংশ থেকে ২২ শতাংশের মধ্যে।
advertisement
2/8
আসলে কত টাকা লোন নেওয়া হচ্ছে এবং কোন ব্যাঙ্ক থেকে, তার উপরেই সুদের হার নির্ভর করে। এখানে সস্তায় পার্সোনাল লোনের সুলুক সন্ধান দেওয়া হল। যদি কেউ ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা ঋণ নেন, তাহলে তাঁকে কত টাকা সুদ গুণতে হবে এবং সেই পরিমাণের উপর ইএমআই কত হবে, রইল সেই হিসেব।
advertisement
3/8
এইচডিএফসি ব্যাঙ্ক: এইচডিএফসি ব্যাঙ্কে সুদের হার ১১.২৫ শতাংশ। পাঁচ বছরের জন্য ৫ লাখ টাকা পার্সোনাল লোনে প্রতি মাসে ১০,৯৩৪ টাকা ইএমআই দিতে হবে।
advertisement
4/8
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র: ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে সস্তায় পার্সোনাল লোন পাওয়া যায়। পাঁচ বছর মেয়াদে ৫ লাখ টাকার লোনে সুদের হার ৯.৪৫ শতাংশ। অর্থাৎ প্রতি মাসে ১০,৪৮৯ টাকা ইএমআই দিতে হবে।
advertisement
5/8
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সুদের হার একটু বেশি। পাঁচ বছরের জন্য ৫ লাখ টাকা লোনে ১২.৯০ শতাংশ হারে সুদ দিতে হবে। এক্ষেত্রে প্রতি মাসে ইএমআই হবে ১১,৩৫১ টাকা।
advertisement
6/8
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫ বছরের জন্য ৫ লাখ টাকা পার্সোনাল লোনে সুদের হার ৮.৯০ শতাংশ থেকে ১৪.৪৫ শতাংশ। অর্থাৎ প্রতি মাসে ১০,৫৭৪ টাকার আশপাশে ইএমআই দিতে হবে।
advertisement
7/8
ইয়েস ব্যাঙ্ক: ইয়েস ব্যাঙ্কে পার্সোনাল লোনে সুদের হার খুব বেশি নয়। পাঁচ বছরের জন্য ৫ লাখ টাকা লোনে ১০.৯৯ শতাংশ। প্রতি মাসে ইএমআই পড়বে ১০,৮৬৯ টাকা।
advertisement
8/8
ব্যাঙ্ক অফ বরোদা: ব্যাঙ্ক অফ বরোদায় সুদের হার ১০.৫০ শতাংশ থেকে ১২.৫০ শতাংশ। পাঁচ বছরের জন্য ৫ লাখ টাকা পার্সোনাল লোনে প্রতি মাসে ১০,৭৪৭ টাকা থেকে ১১,২৪৯ টাকা ইএমআই দিতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Personal Loan EMI: পাঁচ বছরের জন্য ৫ লাখ টাকার পার্সোনাল লোন খুঁজছেন? কোন ব্যাঙ্কে কত EMI দেখে নিন