Cash Deposit Limit in Bank: ব্যাঙ্কে একবারে কত টাকা জমা করতে পারবেন ? জেনে নিন নিয়ম, না হলে আসতে পারে আয়করের নোটিস
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Cash Deposit Limit in Bank: নির্ধারিত সীমার বেশি নগদ জমা করলে আয়কর দফতরের নজর পড়তে পারে। বিস্তারিত জেনে নিন কীভাবে এড়াবেন জরিমানা ও নোটিস।
advertisement
1/5

ব্যাঙ্ক থেকে একবারে কত টাকা তোলা যায়, এ সম্পর্কে অনেকেরই ধারণা থাকে। কিন্তু একবারে ব্যাঙ্কে কত টাকা জমা করা যায় — সে বিষয়ে খুব কম লোকই জানেন। এটা জেনে রাখা খুবই জরুরি। অনেক সময় এই নির্ধারিত সীমার বেশি টাকা জমা করলে আপনার উপর পড়তে পারে আয়কর দফতরের নজর।
advertisement
2/5
সেভিংস অ্যাকাউন্টে কত টাকা জমা করতে পারেন আপনি?যদি আপনার একটি সেভিংস অ্যাকাউন্ট থাকে এবং ১ এপ্রিল থেকে ৩১ মার্চের মধ্যে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকার বেশি নগদ জমা করে থাকেন, তাহলে আপনাকে সেই টাকার উৎস বা সোর্স আয়কর দফতরকে জানাতে হবে।
advertisement
3/5
এর পাশাপাশি, যদি আপনি আপনার কারেন্ট অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকার বেশি নগদ অর্থ জমা করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট আয়কর দফতরের নজরে চলে আসবে। তাই সব সময় প্রতিটি লেনদেনের পূর্ণ রেকর্ড রাখা অত্যন্ত জরুরি।
advertisement
4/5
২ লক্ষ টাকার বেশি নগদ জমা করলে প্যান কার্ড বাধ্যতামূলকযদি আপনি সেভিংস বা কারেন্ট — যে কোনও অ্যাকাউন্টে ২ লক্ষ টাকার বেশি নগদ অর্থ জমা করেন, তাহলে প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক। ব্যাঙ্কে প্যান কার্ড ছাড়া এই পরিমাণ টাকা জমা নেবে না । একই সঙ্গে, যদি জমার অঙ্ক ১০ লক্ষ টাকার বেশি হয়ে যায়, তাহলে আপনার লেনদেনের তথ্য আয়কর দফতরে পাঠিয়ে দেওয়া হয়।
advertisement
5/5
কবে দিতে হয় জরিমানাযদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্ধারিত সীমার চেয়ে বেশি নগদ অর্থ জমা করেন, তাহলে আপনার ফাইল আয়কর দফতরে পাঠিয়ে দেওয়া হয়। এরপর আয়কর দফতর আপনাকে নোটিস পাঠিয়ে টাকার উৎস সম্পর্কে জানতে চাইতে পারে । যদি আপনি সেই টাকার উৎস প্রমাণ দিতে না পারেন, তাহলে আয়কর দফতর আপনার উপর জরিমানা আরোপ করতে পারে। জরিমানা এড়াতে সব সময় নগদ লেনদেনের পূর্ণ রেকর্ড রাখুন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Cash Deposit Limit in Bank: ব্যাঙ্কে একবারে কত টাকা জমা করতে পারবেন ? জেনে নিন নিয়ম, না হলে আসতে পারে আয়করের নোটিস