টাকা তোলার নিয়মে বদল, কোন ব্যাঙ্কের কার্ড থেকে সর্বোচ্চ কত টাকা তুলতে পারবেন ?
Last Updated:
advertisement
1/7

• সম্প্রতি এটিএম থেকে টাকা তোলার নিয়মে এসেছে বদল ৷ কার্ডের ধরন অনুযায়ী বদলেছে টাকা তোলার ঊর্ধ্বসীমা ৷ জেনে নিন, কোন ব্যাঙ্কের কার্ডে সর্বোচ্চ কত টাকা তুলতে পারবেন ?
advertisement
2/7
• SBI: সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ৪০ হাজার থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা কমিয়ে ২০ হাজারে নিয়ে এসেছে ৷ এই নিয়ম অবশ্য কার্যকর হবে একমাত্র SBI ক্লাসিক ও SBI মায়েস্ট্রো ডেবিট কার্ডের ক্ষেত্রে ৷ ৩১ অক্টোবর থেকে এই নিয়ম চালু হবে ৷ এই মুহূর্তে SBI গ্লোবাল ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডে একদিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা তোলা যায় ৷ SBI প্ল্যাটিনাম ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডে একদিনে সর্বোচ্চ ১ লক্ষ টাকা তোলা যায় ৷
advertisement
3/7
• PNB: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের PNB প্ল্যাটিনাম কার্ডে প্রতিদিন সর্বোচ্চ ৫০ হাজার টাকা তোলা সম্ভব ৷ PNB ক্লাসিক কার্ডে প্রতিদিন টাকা তোলার ঊর্ধ্বসীমা ২৫ হাজার টাকা ৷
advertisement
4/7
• Axis Bank: যদি আপনার কাছে Axis Bank-এর বার্গেন্ডি ডেবিট কার্ড থাকে তাহলে একদিন ৩ লাখ পর্যন্ত টাকা তুলতে পারবেন আপনি ৷ Axis Bank-এর টিটানিয়াম প্রাইম এবং প্লাস ডেবিট কার্ড থাকলে ৫০ টাকা টাকা তোলা যাবে একদিনে ৷
advertisement
5/7
• HDFC Bank: এই ব্যাঙ্কের প্ল্যাটিমান চিপ ডেবিট কার্ড তাকলে ১ লাখ টাকা তোলা যাবে একদিনে ৷ টিটানিয়াম রয়্যাল ডেবিট কার্ডে ৭৫ হাজার, ইজি শপ ডেবিট কার্ডে ২৫ হাজার, রুপে প্রিমিয়াম ডেবিট কার্ডে ২৫ হাজার এবং ইজি শপ টিটানিয়াম ডেবিট কার্ডে ৫০ হাজার টাকা তুলতে পারবেন একদিনে ৷
advertisement
6/7
• Bank of Baroda: এই ব্যাঙ্কের রুপে ক্লাসিক কার্ডে ২৫ হাজার টাকা তুলতে পারবেন একদিনে ৷ বরোদা মাস্টার প্ল্যাটিনাম কার্ডে ৫০ হাজার, রুপে প্ল্যাটিনাম কার্ডে ৫০ হাজার, ভিসা ইলেকট্রন কার্ডে ২৫ হাজার, মাস্টার ক্লাসিক কার্ডে ২৫ হাজার, ভিসা প্ল্যাটিনাম চিপ কার্ডে ১ লাখ টাকা তোলা যাবে একদিনে ৷
advertisement
7/7
• ICICI: এই ব্যাঙ্কের প্রিভিলেজ ব্যাঙ্কিং টিটানিয়াম ডেবিট কার্ড থাকলে দিনে সর্বোচ্চ ১ লাখ টাকা তোলা যাবে ৷ স্মার্ট শপার গোল্ড ডেবিট কার্ডে ৭৫ হাজার, স্মার্ট শপার সিলভার ডেবিট কার্ডে ৫০ হাজার টাকা তোলা যাবে দিনে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
টাকা তোলার নিয়মে বদল, কোন ব্যাঙ্কের কার্ড থেকে সর্বোচ্চ কত টাকা তুলতে পারবেন ?