TRENDING:

আধার কার্ডে নাম, ঠিকানা, জন্মতারিখ কতবার পরিবর্তন করা যায়? অনেকেই UIDAI-এর এই নিয়ম জানেন না

Last Updated:
UIDAI আধার আপডেট বা তথ্যে ভুল থাকলে সংশোধনের সুযোগ দেয়। তবে এর কিছু নিয়ম রয়েছে।
advertisement
1/7
আধার কার্ডে নাম, ঠিকানা, জন্মতারিখ কতবার পরিবর্তন করা যায়?
ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে হোটেল বুকিং, আধার কার্ড লাগবেই। এটা ছাড়া আজকের দিনে এক পা চলাও সম্ভব নয়। অনেক সময় নাম, লিঙ্গ বা জন্মতারিখ ভুল থাকে। সংশোধন করতে হয়। আবার চাকরি বা ব্যবসার সূত্রে ঘনঘন বদলি হলেও ঠিকানা পরিবর্তন করতে হয় বারবার।
advertisement
2/7
UIDAI আধার আপডেট বা তথ্যে ভুল থাকলে সংশোধনের সুযোগ দেয়। তবে এর কিছু নিয়ম রয়েছে। অধিকাংশ মানুষই এই সম্পর্কে ওয়াকিবহাল নন। দেখে নেওয়া যাক একজন ব্যক্তি কতবার নাম, ঠিকানা, লিঙ্গ ও জন্মতারিখ পরিবর্তন করতে পারেন এবং এর পদ্ধতি।
advertisement
3/7
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, আধার কার্ডে ২ বার নাম বদল করা যায়। লিঙ্গ এবং জন্মতারিখ পরিবর্তন করা যায় একবার। তবে ঠিকানা যতবার খুশি বদলানোর সুযোগ রয়েছে। এর কোনও সীমা বেঁধে দেওয়া হয়নি। আধার তালিকাভুক্ত কেন্দ্রে গিয়ে বৈধ প্রমাণপত্র দিয়ে কিংবা অনলাইনে ঠিকানা বদল করা যায়।
advertisement
4/7
বিয়ের পর অনেক মহিলাই পদবি বদলান। এর জন্য আধার সেন্টারে গিয়ে আধার নম্বর দিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হয়। সঙ্গে দিতে হয় বায়োমেট্রিক। এরপর রসিদ দিয়ে দেওয়া হয়। এই রসিদ নম্বর দিয়ে আধার আপডেট স্ট্যাটাস চেক করা যায়। নাম বা পদবি বদলের জন্য ৫০ টাকা চার্জ দিতে হয়।
advertisement
5/7
আধারে জন্মতারিখ একবারই বদলানো যায়। এর জন্য প্যান কার্ড, জন্ম শংসাপত্র, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবুক, বিশ্ববিদ্যালয়ের শংসাপত্র ইত্যাদির নথির প্রয়োজন। এছাড়াও সংশোধন ফর্ম পূরণ করতে হবে। এরপর আধার কেন্দ্রের আধিকারিকরা বায়োমেট্রিক নেবেন।
advertisement
6/7
এর মধ্যে আঙুলের ছাপ থেকে আইরিশ স্ক্যান, সবকিছু রয়েছে। এরপর নথি যাচাই করে দেখবে আধার কর্তৃপক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে জন্মতারিখ আপডেট করা হবে। এর জন্য ৫০ টাকা ফি দিতে হয়।
advertisement
7/7
পাশাপাশি আধার কেন্দ্র থেকে URN স্লিপ দেওয়া হবে। এর মাধ্যমে আধার কার্ড হোল্ডার অনলাইনে আধার আপডেটের স্ট্যাটাস চেক করতে পারবেন। একইভাবে আধার কার্ডের ঠিকানাও পরিবর্তন করা যায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
আধার কার্ডে নাম, ঠিকানা, জন্মতারিখ কতবার পরিবর্তন করা যায়? অনেকেই UIDAI-এর এই নিয়ম জানেন না
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল