TRENDING:

QR কোড স্ক্যান করলেই টাকা হাপিস, আসল না নকল চিনবেন কী করে?

Last Updated:
কিউআর কোডকেই প্রতারণার হাতিয়ার বানাল সাইবার জালিয়াতরা। এরকম বেশ কয়েকটা রিপোর্ট প্রকাশ্যে এসেছে।
advertisement
1/8
QR কোড স্ক্যান করলেই টাকা হাপিস, আসল না নকল চিনবেন কী করে?
ঠেলার সবজি বিক্রেতা থেকে ঝাঁ-চকচকে শপিং মল, সর্বত্র কিউআর কোড। মোবাইল স্ক্যান করে নিমেষে পেমেন্ট। অনলাইন লেনদেনে কিউআর কোডের গুরুত্ব অপরিসীম। যাঁরা পেটিএম, গুগল পে বা ফোনপে ব্যবহার করেন, তাঁরা সবচেয়ে ভাল জানেন।
advertisement
2/8
পকেট থেকে মোবাইল বের করে শুধু স্ক্যান করতে হবে। এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে চলে যাবে টাকা। সময়, পরিশ্রম সবই বাঁচে। কিন্তু এবার কিউআর কোডকেই প্রতারণার হাতিয়ার বানাল সাইবার জালিয়াতরা। এরকম বেশ কয়েকটা রিপোর্ট প্রকাশ্যে এসেছে।
advertisement
3/8
কীভাবে প্রতারণা চলছে? জাল কিউআর কোড বসিয়ে রাখছে প্রতারকরা। সেটা স্ক্যান করলেই ফোনে ডাউনলোড হয়ে যাচ্ছে ম্যালওয়্যার। নীরবে ফোন থেকে চুরি যাচ্ছে যাবতীয় তথ্য। এই ধরনের ভুয়ো কিউআর কোড স্ক্যান করলে এমন ওয়েবসাইটে ঢুকে পড়ার ষোল আনা সম্ভাবনা রয়েছে, যেখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড এবং ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারবে প্রতারকরা।
advertisement
4/8
আসল-নকল কিউআর কোড চেনার উপায়: এক নজরে আসল না নকল বোঝা কঠিন। তবে একটি মনোযোগ দিয়ে দেখলেই সহজে জাল কিউআর কোড চেনা যায়।
advertisement
5/8
বেশিরভাগ সময়েই কিউআর কোডের উপর কিছু পেস্ট করা থাকে। অনেক সময় দেখতেও আলাদা হয়। এরকম কিছু নজরে পড়লে স্ক্যান না করাই ভাল। অন্য ভাবে পেমেন্ট করতে হবে।
advertisement
6/8
বিশেষজ্ঞরা বলছেন, কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করার সময় দোকান এবং মালিকের নাম মিলিয়ে দেখতে হবে। প্রয়োজনে দোকানদার বা সেলসম্যানকে জিজ্ঞেস করতে হবে, ‘কার নামে টাকা পাঠাব’? দোকানদারের বলা নাম এবং স্ক্যানের পর আসা নাম এক হলে তবেই পেমেন্ট করা উচিত।
advertisement
7/8
কিউআর কোড স্ক্যানার বা গুগল লেন্স দিয়ে কিউআর কোড স্ক্যানেরও পরামর্শ দেওয়া হয়। এটা জানিয়ে দেবে, কোডের ইউআরএল কোথায় নিয়ে যাচ্ছে।
advertisement
8/8
টাকা নেওয়ার জন্য কিউআর কোড স্ক্যান নয়: কারও কাছ থেকে টাকা নিতে চাইলে কিউআর কোড স্ক্যানের দরকার নেই। হোয়াটসঅ্যাপ বা ই-মেলে কিউআর কোড পাঠিয়ে টাকা পাঠানোর কথা বললে বুঝতে হবে, এটা ফাঁদ। কিউআর কোড স্ক্যান করে ইউপিআই পিন লিখলেই অ্যাকাউন্ট থেকে টাকা হাপিস হয়ে যাবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
QR কোড স্ক্যান করলেই টাকা হাপিস, আসল না নকল চিনবেন কী করে?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল