Pan Card নেই? দেখে নিন আধার কার্ডের মাধ্যমে খুব সহজে ই-প্যান কার্ড পাওয়ার উপায়
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
ই-প্যান পাওয়ার সহজ পদ্ধতি -
advertisement
1/7

একটি স্থায়ী অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ PAN হল একটি স্বতন্ত্র দশ-অক্ষরের আলফানিউমেরিক কোড। যা ভারতের আয়কর বিভাগে কর দেওয়ার উদ্দেশ্যে ব্যক্তি এবং সংস্থাগুলিকে প্রদান করা হয়। এই PAN প্রতিটি করদাতার জন্য এক ধরনের সনাক্তকারী কার্ড হিসাবে কাজ করে এবং তাঁদের আর্থিক লেনদেন নিরীক্ষণের জন্য চালু করা হয়।
advertisement
2/7
সুতরাং প্যান কার্ড যে কোনও আর্থিক লেনদেনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। প্রিন্টিং, মেলিং এবং ম্যানুয়াল প্রসেসিংয়ের কারণে একটি ফিজিক্যাল প্যান কার্ড পাওয়ার প্রচলিত পদ্ধতি সময়সাপেক্ষ হতে পারে। এই প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করার জন্য ই-প্যান ইলেকট্রনিকভাবে উৎপাদন এবং বিতরণ করা হয়। এর ফলে সেগুলি ইস্যু করতে যে সময় লাগে তা উল্লেখযোগ্যভাবে কম হতে পারে।
advertisement
3/7
ই-প্যান পরিষেবাটি একটি বৈধ আধার নম্বরের অধিকারী আবেদনকারীদের প্রায় রিয়েল-টাইমে অর্থাৎ তাৎক্ষণিক প্যানগুলির দ্রুত বরাদ্দের জন্য ডিজাইন করা হয়েছে৷ পিডিএফ ফরম্যাটে আবেদনকারীদের বিনা খরচে প্যান প্রদান করা হয়। একটি ই-প্যান হল একটি ডিজিটাল স্বাক্ষরিত প্যান, যা ইলেকট্রনিক আকারে সরবরাহ করা হয়।
advertisement
4/7
আধার থেকে ই-কেওয়াইসি তথ্যের উপর নির্ভর করে এই ই-প্যান চালু করা হয়। তাৎক্ষণিক ই-প্যান পরিষেবাটি সমস্ত ব্যক্তিগত করদাতাদের কাছে অ্যাক্সেসযোগ্য, যাঁদের এখনও একটি প্যান কার্ড নেই কিন্তু, একটি বৈধ আধার নম্বর রয়েছে৷ এক নজরে দেখে নেওয়া যাক ই-প্যান পাওয়ার উপায়।
advertisement
5/7
ই-প্যান পাওয়ার সহজ পদ্ধতি -
advertisement
6/7
- এর জন্য প্রথমেই ই-ফাইলিং পোর্টালের হোমপেজে যেতে হবে এবং ‘Instant e-PAN’ অপশনটি সিলেক্ট করতে হবে। - একবার e-PAN পেজে যাওয়ার পরে ‘Obtain a New e-PAN’ বাটনে ক্লিক করতে হবে। - একটি নতুন ই-প্যান পাওয়ার জন্য নিজেদের ১২-সংখ্যার আধার নম্বর এন্টার করতে হবে। এরপর চেকবক্স সিলেক্ট করতে হবে এবং ‘Continue’ অপশনে ক্লিক করতে হবে।
advertisement
7/7
- এরপর OTP validation পেজে acknowledgement of the consent terms অপশনটি সিলেক্ট করতে হবে এবং তারপর 'Continue’ অপশনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। - OTP validation পেজে থাকাকালীন নিজেদের আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে প্রাপ্ত ৬-সংখ্যার OTP এন্টার করতে হবে। এরপর UIDAI-এর সঙ্গে নিজেদের আধারের বিশদ প্রমাণীকরণের জন্য চেকবক্স সিলেক্ট করতে হবে এবং ‘Continue’ অপশনে ক্লিক করতে হবে। - যখন ‘Validate Aadhaar Details’ পেজে যাওয়া হবে তখন উপযুক্ত চেকবক্স সিলেক্ট করতে হবে এবং ‘Continue’ অপশনে ক্লিক করতে হবে। - সবকিছু সঠিক ভাবে এন্টার করে জমা দেওয়ার পরে acknowledgement number সহ আবেদন করার একটি বার্তা প্রদর্শিত হ
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Pan Card নেই? দেখে নিন আধার কার্ডের মাধ্যমে খুব সহজে ই-প্যান কার্ড পাওয়ার উপায়