Hilsa Price Hike: রান্নাপুজোয় মহার্ঘ ইলিশ, ৪০ শতাংশ পর্যন্ত বাড়ল দাম, আজ কেজিতে কত দরে বিক্রি হল? শুনলে আঁতকে উঠবেন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Hilsa Price Hike: রান্নাপুজোয় ইলিশ কিনতে গিয়ে চোখে সর্ষেফুল দেখছেন অনেকেই। গতবছরের তুলনায় ৩০-৪০ শতাংশ পর্যন্ত দাম বেড়েছে। ফলে ইলিশের দাম যে ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
1/6

*রান্নাপুজোয় ইলিশ কিনতে গিয়ে চোখে সর্ষেফুল দেখছেন অনেকেই। গতবছরের তুলনায় ৩০-৪০ শতাংশ পর্যন্ত দাম বেড়েছে। ফলে ইলিশের দাম যে ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
2/6
*২ কেজির ইলিশের দাম ৪১০০ টাকা, ১ কেজি সাইজের ইলিশের দাম রয়েছে ২৬০০ টাকা, ৫০০-৬০০ গ্রাম সাইজের ইলিশের দাম কম-বেশি ১৫০০ টাকা কেজি। তার থেকে কম সাইজের ইলিশের দাম কিছুটা কম হলেও সামগ্রিকভাবে ইলিশের দাম অনেকটাই বেশি।
advertisement
3/6
*যদিও বিশ্বকর্মা ও রান্নাপুজোর জন্য ৫০০-৬০০ গ্রাম ওজনের মাছ মজুত করে রাখা হয়েছিল হিমঘরে। বাজারে তেমন মাছ নেই। মায়ানমারের কিছু মাছ রয়েছে। তার দাম রয়েছে অনেকটাই বেশি। সাধারণের নাগালের বাইরে থাকছে এই দাম।
advertisement
4/6
*ইলিশের দাম যে বাড়তে চলেছে তা মৎস্যজীবী সংগঠনগুলির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল। তবে এবার এই দাম অনেকটাই বেড়েছে বলে জানিয়েছেন রায়দিঘির মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অলোক হালদার।
advertisement
5/6
*এই কথার সঙ্গে একমত কাকদ্বীপের মৎস্যজীবী সংগঠনের সভাপতি সতীনাথ পাত্র। বাজারে মাছ খুব কম রয়েছে। যেটুকু রয়েছে তার দাম আকাশছোঁয়া। এবছর প্রাকৃতিক দুর্যোগের জন্য মাছ ধরার সময় কম পাওয়া গিয়েছে। একাধিকবার ফিরে আসতে হয়েছে মৎস্যজীবীদের।
advertisement
6/6
*প্রথমদিকে মাছ পড়লেও পরের দিকে মাছ কম পরিমাণে পড়েছে। ফলে সামগ্রিকভাবে ইলিশের ঘাটতি রয়েছে। ঘাটতি পূরণে বাইরে থেকে মাছ আনা হচ্ছে। কিন্তু দাম বেশি থাকছেই। রান্নাপুজোর পরেই কিছু ট্রলার সমুদ্র থেকে ফিরবে। ফলে অপেক্ষা দুর্গাপুজোর আগে ইলিশের কতটা ঘাটতি পূরণ হয় সেই জিনিসটি দেখা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Hilsa Price Hike: রান্নাপুজোয় মহার্ঘ ইলিশ, ৪০ শতাংশ পর্যন্ত বাড়ল দাম, আজ কেজিতে কত দরে বিক্রি হল? শুনলে আঁতকে উঠবেন