Hilsa Fish Price : এমন সুযোগ কমই আসে! বাজারে সস্তায় মিলছে ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ, কিনতে বিরাট ভিড়
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Hilsa Fish Price : অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান প্রায় ৭০ মেট্রিক টন বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ এসে পৌঁছল হাওড়ার মাছ বাজারে
advertisement
1/8

হাওড়া: সারাদিন মুষলধারে বৃষ্টির মধ্যেই শুক্রবার হাওড়া জেলাবাসীর মুখে চওড়া হাসি।
advertisement
2/8
শুক্রবার হাওড়া জেলার মাছ বাজার এসে পৌঁছেছে পদ্মার রূপালী ফসল। এপার বাংলায় ইলিশ ধরা পড়লেও পদ্মার ইলিশের আকর্ষণ আলাদা।
advertisement
3/8
পুজোর আগেই বাংলাদেশ থেকে প্রচুর ইলিশ এসে পৌঁছল হাওড়ার মাছ বাজারে। এবার বাংলাদেশ থেকে আমদানি হয়েছে প্রায় ৭০ মেট্রিক টন ইলিশ।
advertisement
4/8
এবার মরশুম শুরু থেকেই জেলার মানুষ অপেক্ষায় ছিল কবে পাতে পড়বে পদ্মার ইলিশ। ফলে খুশি সকলে।
advertisement
5/8
দীর্ঘ অপেক্ষার অবসান পুজোর আগে মাছ পদ্মার ইলিশ বাজারে আসতেই খুশি ক্রেতা বিক্রেতা উভয়ে।
advertisement
6/8
চোখ ধাঁধানো পদ্মার ইলিশ দাম মন্দ নয়। জানা যায়, কেজি সাইজের ইলিশ দাম প্রায় ১৬০০ টাকা প্রতি কেজি।
advertisement
7/8
পদ্মার ইলিশ হাওড়ার বাজারে এসে পৌঁছেছে শুনে বহু ক্রেতা ব্যাগ হাতে বাজার মুখি।
advertisement
8/8
বরাবরই বাংলাদেশের পদ্মার ইলিশের প্রতি এপার বাংলার মানুষ আকর্ষণ। তবে দামে ছেঁকা খাচ্ছে মানুষ। রাকেশ মাইতি
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Hilsa Fish Price : এমন সুযোগ কমই আসে! বাজারে সস্তায় মিলছে ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ, কিনতে বিরাট ভিড়