Highway Toll Tax Hike: মধ্যরাত থেকে বাড়ল জাতীয় সড়কের টোল ট্যাক্স, কোন গাড়িতে কত টাকা বাড়ল টোল? দেখুন রেট
- Published by:Sanjukta Sarkar
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Highway Toll Tax Hike: গত জুন মাসের পরে, আজ আবার, জাতীয় সড়ক ব্যবহারের খরচ গেল বেড়ে গেল। মধ্যরাত থেকেই বেড়ে গিয়েছে জাতীয় সড়কের টোল ট্যাক্স। আজ মঙ্গলবার থেকে নতুন টোল ট্যাক্স নেওয়া চালু করে দিয়েছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
advertisement
1/8

গত জুন মাসের পরে, আজ আবার, জাতীয় সড়ক ব্যবহারের খরচ গেল বেড়ে গেল। মধ্যরাত থেকেই বেড়ে গিয়েছে জাতীয় সড়কের টোল ট্যাক্স। আজ মঙ্গলবার থেকে নতুন টোল ট্যাক্স নেওয়া চালু করে দিয়েছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
advertisement
2/8
রাজ্য সরকারের কোনও স্তরে বাসের ভাড়া বাড়ানো হয়নি, তাই বেসরকারি বাসমালিকদের আয় বাড়েনি। নতুন করে বাড়তি টোল ট্যাক্স না নেওয়ার জন্য পরিবহণ দফতরকে আবেদন জানিয়েছিল একাধিক বাস সংগঠন।
advertisement
3/8
শুধু বেসরকারি বাস মালিক সংগঠন নয়। টোল ট্যাক্স নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্য পরিবহণ নিগমের আধিকারিকরাও। রাজ্যে প্রায় ৫২টি জাতীয় সড়ক টোল পয়েন্ট রয়েছে। আজ থেকে গাড়ি ও হালকা যানবাহনের ক্ষেত্রে টোল ট্যাক্স ৫ শতাংশ এবং ভারী যানবাহনের ক্ষেত্রে ১০ শতাংশ বৃদ্ধি পাবে।
advertisement
4/8
আমাদের রাজ্যে গড়ে ৫৮ কিমি অন্তর টোল ট্যাক্স বুথ রয়েছে।এই টোল ট্যাক্স বৃদ্ধির ফলে জাতীয় সড়কগুলিতে যাতায়াতের খরচ অনেকটাই বাড়বে। ফলে বেসরকারি বাস চালানোর খরচ বেড়ে যাবে বলেই মত বাস মিনিবাস সমন্বয় সমিতির নেতা রাহুল চট্টোপাধ্যায়ের।
advertisement
5/8
তাঁর কথায়, ‘‘আমরা পরিবহণ দফতরকে অনুরোধ করব, যাতে আমাদের দাবিগুলি যথাযথ ভাবে কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরা হয়। কারণ, আমাদের মতামত না নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেবেন, এমনটা হতে পারে না। তাই, পরিবহণ দফতরের উচিত যথাযথ ভাবে বেসরকারি বাস সংগঠনগুলির অবস্থান তাদের সামনে তুলে ধরা।’’
advertisement
6/8
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের নেতা তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বেসরকারি পরিবহণ ব্যবসা কী ভাবে মার খাচ্ছে, তা আমরা বাস মালিকেরা প্রতি মুহূর্তে টের পাচ্ছি। এর মধ্যে যদি জাতীয় সড়ক কর্তৃপক্ষ নিজেদের টোল ট্যাক্স বৃদ্ধি জারি রাখে তা হলে আমাদের পক্ষে বাস পরিষেবা দেওয়া কঠিন হয়ে পড়বে।’’
advertisement
7/8
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান সুভাষ মণ্ডল বলেন দূর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, তমলুক, ধুলাগড়ের একাধিক টোল বুথ দিয়ে প্রতিদিন একাধিক বাস যাতায়াত করে। সেই বাসের রিটার্ন থাকে। এই ভাবে যদি এক ধাক্কায় প্রতি বছর টাকা বাড়িয়ে দেয় তাহলে মুশকিল। AI Generated Image
advertisement
8/8
আবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানিয়েছেন, উত্তরের বিভিন্ন রাস্তায় যাতায়াতে একাধিক জাতীয় সড়ক ব্যবহার করতে হয় ফলে অবশ্যই সমস্যা বাড়বে। সবমিলিয়ে বাড়ছে উদ্বেগ ও অসন্তোষ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Highway Toll Tax Hike: মধ্যরাত থেকে বাড়ল জাতীয় সড়কের টোল ট্যাক্স, কোন গাড়িতে কত টাকা বাড়ল টোল? দেখুন রেট