জলের দরে মিলছে ‘এই’ পাঁচ-পাঁচটি গাড়ি, মাইলেজ আর ফিচার্সে কামাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এগুলোর একটা হতেই পারে আপনার সাধ ও সাধ্যের প্রথম গাড়ি৷
advertisement
1/5

ভারতের সবচেয়ে গাড়ি প্রস্তুতকারক সংস্থা Maruti Suzuki Alto (দাম শুরু ২.৯৪ লক্ষ টাকা) ৷ এই হ্যাচব্যাক গাড়ি Alto 800 লম্বা সময় ধরে পাওয়া যায়৷ এই গাড়ি পেট্রোল ছাড়াও CNG চালিত ইঞ্জিনেও পাওয়া যায়৷ কোম্পানি এই গাড়িতে ৭৯৬ সিসি ক্ষমতা সম্পন্ন৷যা 40.3bhp পাওয়ার আর 60Nm টার্ক জেনারেট করেছে৷ এই গাড়ি পাঁচ ধরণে পাওয়া যায়৷ পাঁচ সিটের এই গাড়িতে ৬০ লিটারের ক্ষমতাসম্পন্ন জ্বালানি ট্যাঙ্ক আছে৷ Photo- File
advertisement
2/5
Renault Kwid (দাম ২.৯২ লক্ষ টাকা) ফ্রান্সের বিখ্যাত কোম্পানি Renault কোম্পানির৷ হ্যাচব্যাক এই গাড়ি Kwid দুটি ইঞ্জিনে পাওয়া যায়৷ এর ০.৮ লিটারের ক্ষমতা ইঞ্জিনের 54 PS পাওয়ার ও 72 NM টার্ক জেনেরেট করে৷ ১.০ লিটার ইঞ্জিনের ইঞ্জিন 68 PS পাওয়ার ও 91 NM টার্ক জেনেরট করে৷ সাধারণভাবে এই গাড়ি প্রতি লিটারে ২৪ কিলোমিটার মাইলেজ দেয়৷ সম্প্রতি এই গাড়িকে আরও আধুনিক করে বাজারে এনেছে কোম্পানি৷ এতে রয়েছে ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, রিভার্স পার্কিং ক্যামেরা, ডিজিটাল স্পিডোমিটার, ম্যানুয়াল এসি, পাওয়ার স্টিয়ারিং, রিয়র সিট ও আর্মরেস্ট পাওয়া যায়৷ Photo- File
advertisement
3/5
Maruti Suzuki WagonR (দাম ৪.৪৫ লক্ষ টাকা) -পাঁচ লক্ষ টাকার কমে মারুতির এই গাড়িও দারুণ পপুলার৷ এর ইঞ্জিন ১ লিটার পেট্রোল ও ১.২ লিটার পেট্রোল ইঞ্জিনে পাওয়া যাচ্ছে৷ দুটি ইঞ্জিনের সঙ্গেই ম্যানুয়াল আর এএমটি গিয়ারবক্স অপশনে পাওয়া যায়৷ ১.০ লিটার ইঞ্জিনের মাইলেজ ২১.৭০ কিলোমিটার আর ১.২ লিটার ইঞ্জিনের মাইলেজ ২০.৫২ কিলোমিটার প্রতি লিটার৷ এতে অ্যান্ডয়েড্র অটো এপেল কারপ্লে -র সঙ্গে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোসিস্টেম পাওয়া যাচ্ছে৷ এই গাড়িতে এয়ারব্যাগ, এবিএস, ইবিডি, রিয়ার পার্কিং সেন্সর, সিট বেল্ট রিমাইন্ডার , সেন্ট্রাল লকিংয়ের মতো সুবিধা থাকছে৷ Photo- File
advertisement
4/5
Hyundai Santro (দাম ৪.৫৭ লক্ষ) মারুতি ওয়েগনার ও টাটা থিয়াগোকে টক্কর দিতে বাজারের জনপ্রিয় গাড়ি আছে হুন্ডাইয়ের৷ এই গাড়ির দাম পাঁচ লক্ষ টাকার কম৷ এতে 69PS পাওয়ার যুক্ত ১.১ লিটার পেট্রোল ইঞ্জিন পাওয়া যায়৷ এই গাড়ির মাইলেজ ২০ কিলোমিটার প্রতি লিটার৷ এতে টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল্স, রিয়ার এসি বেন্টস আর রিয়ার সিট বেঞ্চ ফোল্ডিংয়ের মতো সুবিধা পাওয়া যাচ্ছে৷ সুরক্ষার জন্য এয়ারব্যাগ, এবিএস, ইবিডি, রিয়ার পার্কিং সেন্সর্স ও স্পিড অ্যালার্ট সিস্টেমের মতো ফিচারও রয়েছে৷
advertisement
5/5
Tata Tiago (দাম ৪.৬০ লক্ষ টাকা) টাটা মোর্টস এই হ্যাচব্যাক গাড়ি ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিন পাওয়া যায়৷ যা 86PS পাওয়ার ও 113Nm টার্ক জেনারেট করে৷ এই গাড়ির মাইলেজ ১৯.৮ কিলোমিটার প্রতি লিটার৷ এতে অ্যান্ড্রয়েড অটো , এপেল কারপ্লে -র সঙ্গে ৭ ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম আছে৷ এতে সুরক্ষার জন্য আছে ডুয়ার ফ্রন্ট এয়ারব্যাগ, এবিএস, ইবিডি, রিয়র পার্কিং সেন্সরের মতো সেফটি ফিচার্স স্ট্যান্ডার্ড৷ Photo- File