HDFC FD Calculator: HDFC ব্যাঙ্কে ৯ মাস মেয়াদে ৯ লাখ টাকার FD করছেন? মেয়াদ শেষে কত রিটার্ন পাবেন দেখুন
- Written by:Trending Desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
HDFC FD Return: ফিক্সড ডিপোজিটের সবচেয়ে বড় সুবিধা হল, কত রিটার্ন মিলবে সেটা আগেভাগেই জানা যায়।
advertisement
1/6

শেয়ার বাজারে নিম্নমুখী। গত বছরের সেপ্টেম্বর থেকে পতন শুরু হয়েছে। এখনও থামার নাম নেই। কোটি কোটি টাকার লোকসান হয়েছে বিনিয়োগকারীদের। এই পরিস্থিতিতে নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন অনেকেই। নিরাপদ বিনিয়োগের কথা বললে সবার আগে মাথায় আসে ফিক্সড ডিপোজিটের কথাই। কষ্টের টাকা নিরাপদে থাকে। সঙ্গে মেয়াদ শেষে মেলে নিশ্চিত রিটার্ন। ফিক্সড ডিপোজিটের সবচেয়ে বড় সুবিধা হল, কত রিটার্ন মিলবে সেটা আগেভাগেই জানা যায়। সেই অনুযায়ী আর্থিক পরিকল্পনা সাজাতে পারেন বিনিয়োগকারী।
advertisement
2/6
[caption id="attachment_2105917" align="alignnone" width="1200"] ফিক্সড ডিপোজিটে চড়া হারে সুদ দিচ্ছে দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি। এই ব্যাঙ্কে ৭ দিন থেকে শুরু করে ১০ বছর মেয়াদে এফডি করা যায়। রিটার্নও ভাল মেলে। এখন কেউ যদি এইচডিএফসি ব্যাঙ্কে ৯ মাস মেয়াদি ফিক্সড ডিপোজিট স্কিমে ৯ লাখ টাকা টাকা বিনিয়োগ করেন তাহলে মেয়াদ শেষে তিনি কত টাকা রিটার্ন পাবেন?</dd> <dd>[/caption]
advertisement
3/6
রিটার্ন জানার আগে, সুদের হার দেখে নেওয়া যাক। ৯ মাস মেয়াদি ফিক্সড ডিপোজিট স্কিমে সাধারণ গ্রাহকদের ৫.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার একটু বেশি। তাঁদের একই মেয়াদে ৬.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
advertisement
4/6
ফিক্সড ডিপোজিট ক্যালকুলেটর অনুযায়ী, কোনও সাধারণ গ্রাহক যদি ৯ মাস মেয়াদে ৯ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করেন, তাহলে ৫.৭৫ শতাংশ সুদের হারে তিনি ৯,৩৯,৫৫৬ টাকা রিটার্ন পাবেন। অর্থাৎ সুদ থেকে তাঁর আয় হবে ৩৯,৫৫৬ টাকা।
advertisement
5/6
অন্য দিকে, প্রবীণ নাগরিকদের সুদের হার বেশি হওয়ায়, তাঁরা রিটার্নও বেশি পাবেন। ফিক্সড ডিপোজিট ক্যালকুলেটর অনুযায়ী, ৯ মাস মেয়াদে ৯ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করলে ৬.২৫ শতাংশ সুদের হারে রিটার্ন দাঁড়াবে ৯,৪৩,০৪৮ টাকা। অর্থাৎ সুদ থেকে আয় হবে ৪৩,০৪৮ টাকা।
advertisement
6/6
ফিক্সড ডিপোজিটের জনপ্রিয়তার কারণ একটাই। সেটা হল গ্যারান্টিযুক্ত রিটার্ন। শেয়ার বাজার বা মিচুয়াল ফান্ডে রিটার্ন বাজারের ওঠানামার উপর নির্ভর করে। বাজার উঠলে রিটার্ন বেশি পাওয়া যায়। বাজার পড়লে উল্টোটা। কিন্তু ফিক্সড ডিপোজিট বাজারের সঙ্গে যুক্ত নয়। তাই বাজারের ওঠানামার প্রভাব রিটার্নে পড়ে না। নিশ্চিত টাকা হাতে পান বিনিয়োগকারী। তাছাড়া বিনিয়োগের সময় সুদের হারও ঠিক হয়ে যায়। বিনিয়োগকারী তখনই জেনে যান, মেয়াদ শেষে তিনি কত রিটার্ন পাবেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
HDFC FD Calculator: HDFC ব্যাঙ্কে ৯ মাস মেয়াদে ৯ লাখ টাকার FD করছেন? মেয়াদ শেষে কত রিটার্ন পাবেন দেখুন