advertisement
1/5

Debit Card এখন বর্তমান গ্রাহকদের কাছে শুধুমাত্র বিলাসিতা নয় এটা দৈনন্দিন জীবনের অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ ৷ তাই যখনই কোনও কিছুর প্রয়োজন তখনই ব্যবহার করা হয় এই প্লাস্টিক মানি ৷ Photo- File
advertisement
2/5
ব্যালান্স সংক্রান্ত তথ্য থেকে শুরু করে ATM থেকে টাকা তোলা যদি আপনি HDFC -র থেকে করেন তাহলে আপনার কোনও টাকা লাগবে না ৷ অন্য এটিএমে ব্যালান্স এনকোয়ারি ফ্রি ৷ কিন্তু অন্য এটিএম থেকে যদি টাকা তোলেন তাহলে ৫ টি অবধি ট্রানজাকশন ফ্রি ৷ কিন্তু তারপর যদি আপনি আবারও অন্য এটিএম থেকে টাকা তোলেন তাহলে প্রতি ট্রানজকশনের জন্য ২০ টাকা করে নেওয়া হয় ৷ Photo- File
advertisement
3/5
আন্তর্জাতিক গ্রাহকদের জন্য ১৫ টাকা নেওয়া হয় ব্যালান্স এনকোয়ারির জন্য ৷ ক্যাশ উইথড্রল করার জন্য ১১০ টাকা লাগবে ৷ যদি কোনও ATM গ্রাহকের কার্ডের ট্রানজাকশন ডিক্লাইন করে দেয় তাহলে ২৫ টাকা করে চার্জ নেওয়া হয় ৷ Photo- File
advertisement
4/5
ICICI Bank-র ATM থেকেই যদি ট্রানজাকশন করেন তাহলে আপনার কোনও চার্জ লাগবে ৷ তবে এটা শুধু ৫ টা চ্নাসজাকশনের জন্য ৷ এরপর প্রতিটি ফাইনিন্সিয়াল ট্রানজাকশনে আপনাকে দিতে হবে ২০ টাকা ও নন ফাইনিন্সিয়াল ট্রানজাকশনের জন্য ৮ টাকা ৫০ পয়সা করে নেওয়া হয় ৷ Photo- File
advertisement
5/5
ATM ট্রানজাকশনের ক্ষেত্রে সবচেয়ে সুবিধা দেয় SBI ৷ তাদের নিজেদের ATM এ সব ট্রানজাকশনই ফ্রি ৷ Photo- File