TRENDING:

বড়সড় রদবদল GST-তে! এক নজরে দেখে নিন কিসের দাম বাড়ল, কমল

Last Updated:
নতুন জিএসটি পর্যায়ে চালু হবে আগামী ১লা অক্টোবর থেকে।
advertisement
1/17
GST Council Meet: এক নজরে দেখে নিন কিসের দাম বাড়ল, কমল
অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার । কর্পোরেট কর কমানোর কয়েক ঘণ্টার মধ্যে আরও একটা বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। জিএসটি কাউন্সিলের বৈঠক থেকে অর্থমন্ত্রীর একাধিক ঘোষণা স্বস্তি দেবে গ্রাহকদের। বৈঠকে ২০টি পণ্য ও ১২টি পরিষেবার উপরে কমানো হয়েছে জিএসটি। এক নজরে দেখে নিন কিসের দাম বাড়ল, কমল
advertisement
2/17
হোটেল ভাড়ায় জিএসটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল। এক রাতের ১০০০ টাকা পর্যন্ত হোটেল ভাড়ায় লাগবে না কোনও জিএসটি। এক রাতে ১০০১ থেকে ৭৫০০ টাকা পর্যন্ত ভাড়ার হোটেল ঘরের ক্ষেত্রে জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে করা হল ১২ শতাংশ। ৭৫০০ টাকার উপরে ভাড়ায় জিএসটি কমে হল ১৮ শতাংশ।
advertisement
3/17
ক্যাফিনযুক্ত ড্রিংকসে জিএসটি বাড়িয়ে করা হয়েছে ২৮ শতাংশ। আগে ছিল ১৮%
advertisement
4/17
জলযানের জ্বালানিতে জিএসটি কমে হল ৫ শতাংশ।
advertisement
5/17
রেলের ওয়াগনের জিএসটি ৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১২ শতাংশ।
advertisement
6/17
পাতা দিয়ে তৈরি কাপ-প্লেটে জিএসটি মকুব।
advertisement
7/17
পলিপ্রোপিলিন দিয়ে তৈরি ব্যাগ এবং বস্তা ক্ষেত্রে ১২ শতাংশ অভিন্ন জিএসটি হার ধার্য করা হবে
advertisement
8/17
হীরের কাজের উপর কর আগে ছিল ৫ শতাংশ, তা কমিয়ে ১.৫ শতাংশ করা হয়েছে।
advertisement
9/17
গাড়িশিল্পকে উজ্জীবিত করতে ১০-১৩ জন যাত্রিবহনকারী পেট্রোলচালিত বাণিজ্যিক যানের উপরে কর লাগে ২৮ শতাংশ। ওই ধরনের যানে সেস কমিয়ে করা হয়েছে মাত্র ১ শতাংশ
advertisement
10/17
১০-১৩ জন চাপতে পারে এমন ক্ষমতা সম্পন্ন ডিজেলচালিত যানবাহনের জন্য এই হারকে ৩% নামিয়ে আনা হয়েছে।
advertisement
11/17
ভারতে উত্পাদিত হয় না এমন নির্দিষ্ট প্রতিরক্ষা পণ্য আমদানিকে জিএসটি থেকে মকুব করে দেওয়া হয়েছে।
advertisement
12/17
বাদাম দুধের উপর কর ১৮ শতাংশ করা হয়েছে
advertisement
13/17
আউটডোর কেটারিংয়ে জিএসটি কমে হয়েছে ৫ শতাংশ। বর্তমানে ইনপুট ট্যাক্স ক্রেডিট যুক্ত হয়ে তা ১৮%।
advertisement
14/17
সোলার ওয়াটার হিটারে জিএসটি লাগবে ৫ শতাংশ
advertisement
15/17
সিলভার রফতানিতে জিএসটি কমল।
advertisement
16/17
শুকনো তেঁতুলের জিএসটি মকুব করা হয়েছে
advertisement
17/17
গ্রাইন্ডার হিসাবে পাথর করে যে গ্রাইন্ডার মেশিন, জিএসটি কমে হয়েছে ৫%
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
বড়সড় রদবদল GST-তে! এক নজরে দেখে নিন কিসের দাম বাড়ল, কমল
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল