Gold Silver Reserves: দেশের সবচেয়ে বেশি সোনা ও রূপোর ভান্ডার কোথায় আছে অনেকেই জানেন না, উত্তর শুনলে অবাক হবেন!
- Published by:Tias Banerjee
Last Updated:
Gold Silver Reserves: জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI) তথ্য অনুযায়ী, দেশের সবচেয়ে বেশি সোনা ও রূপোর ভান্ডার কোথায় আছে অনেকেই জানেন না, উত্তর শুনলে অবাক হবেন!
advertisement
1/7

ভারতে সোনা ও রূপোর গুরুত্ব শুধু সাজসজ্জায় নয়—সংস্কৃতি, বিশ্বাস এবং আর্থিক নিরাপত্তার সঙ্গেও গভীরভাবে জড়িত। বিয়ে, উৎসব—যে সময়ই হোক, এই ধাতু কেনাকে শুভ মনে করা হয়। সাম্প্রতিক বছরগুলিতে দামেরও ধারাবাহিক বৃদ্ধি হয়েছে। কিন্তু আপনি কি জানেন, দেশের সবচেয়ে বড় সোনা ও রূপোর ভান্ডার কোন রাজ্যের হাতে?
advertisement
2/7
সোনা ও রূপোর মজুতের ক্ষেত্রে দুইটি রাজ্য ভারতের খনিজ সম্পদের শীর্ষে—একটি সোনায় প্রথম, অন্যটি রূপোয়।
advertisement
3/7
জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI)-এর তথ্য অনুযায়ী, বিহার দেশে সোনার সর্বাধিক ভান্ডারের মালিক। ভারতের মোট সোনার সম্পদের ৪৪% রয়েছে বিহারের দখলে। শুধু জামুই জেলাতেই রয়েছে প্রায় ২২২.৮ মিলিয়ন টন সোনার আকরিক। অন্যদিকে রূপোর ক্ষেত্রে দেশের শীর্ষ রাজ্য রাজস্থান।
advertisement
4/7
জামুইয়ের সোনার ভান্ডার এতটাই বিশাল যে অনেক দেশের মোট সোনার মজুতের চেয়েও বেশি। তবে পরিকাঠামোর অভাব ও নানা চ্যালেঞ্জের জন্য সেখানে পূর্ণমাত্রায় খননকাজ এখনও শুরু হয়নি।
advertisement
5/7
মজার বিষয় হল—বিহারের কাছে দেশের সবচেয়ে বেশি সোনার ভান্ডার থাকা সত্ত্বেও ভারতের সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে কর্ণাটক। রায়চুরের হুট্টি গোল্ড মাইনস এখনও দেশের অন্যতম সক্রিয় ও উৎপাদনশীল সোনার খনি। অন্যদিকে রূপো উৎপাদনে রাজস্থান দেশের শীর্ষস্থানে।
advertisement
6/7
দেশের মোট রূপোর আকরিকের ৮৬% আসে রাজস্থান থেকে। রাজ্যটি শুধু রূপোর ভান্ডারে নয়, উৎপাদনেও দেশের সেরা। উদয়পুরের জাওয়ার খনিতে রয়েছে দেশের সবচেয়ে বড় রূপোর মজুত—এবং বহু শতাব্দী ধরে সেখান থেকে রূপো ও দস্তা উত্তোলন চলছে।
advertisement
7/7
সোনার ভান্ডারের বণ্টনে রাজস্থানের দখলে রয়েছে ২৫%, কর্ণাটকের ২১%, আর পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশের দখলে রয়েছে প্রায় ৩% করে সোনার সম্পদ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Silver Reserves: দেশের সবচেয়ে বেশি সোনা ও রূপোর ভান্ডার কোথায় আছে অনেকেই জানেন না, উত্তর শুনলে অবাক হবেন!