আগামী ৩ মাস আপনার অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাবে সরকার
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
আপনার অ্যাকাউন্টেও কী টাকা পাঠাবে সরকার ?
advertisement
1/4

এতদিন পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখার জন্য অ্যাকাউন্ট হোল্ডারদের থেকে পেনাল্টি চার্জ নেওয়া হত ব্যাঙ্কের তরফে ৷ তবে সম্প্রতি এসবিআই এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে ন্যূনতম ব্যালেন্স রাখা আর বাধ্যতামূলক নয় ৷ তবে স্যালারি অ্যাকাউন্টে কখনই ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক ছিল না ৷ শুধু স্যালারি অ্যাকাউন্ট নয়, এছাড়াও এরকম একাধিক অ্যাকাউন্ট রয়েছে যেখানে মিনিমাম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক নয় ৷ এরকমই একটি অ্যাকাউন্ট হল প্রধানমন্ত্রী জন ধন যোজনা ৷
advertisement
2/4
জন ধন যোজনা অ্যাকাউন্টে এছাড়াও একাধিক সুবিধা দেওয়া হয় গ্রাহকদের ৷ প্রধানমন্ত্রী জন ধন যোজনার জন্য জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে ৷ এতে দুর্ঘটনা বিমা, ওভারড্রাফ্ট পরিষেবা, চেকবুক -সহ একাধিক অন্য সুবিধাও পাওয়া যায় ৷ এবার আগামী তিন মাস সরকার এই অ্যাকাউন্টে ৫০০ টাকা করে ট্রান্সফার করবে ৷ জন ধন অ্যাকাউন্টের ৫৩ শতাংশ অ্যাকাউন্ট মহিলাদের নামে রয়েছে ৷ মোট অ্যাকাউন্টের ৫৯ শতাংশ গ্রামীণ ও শহরতলি এলাকায় রয়েছে ৷
advertisement
3/4
করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে লকডাউনের কারণে সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে ৷ তাদের কথা মাথায় রেখেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন ৷ তিনি জানিয়েছেন মহিলাদের জন্য জন ধন অ্যাকাউন্টে আগামী ৩ মাস ৫০০ টাকা করে পাঠানো হবে ৷ এর জেরে প্রায় ২০ কোটি মহিলা সরাসরি লাভবান হতে চলেছেন ৷
advertisement
4/4
দেশের সমস্ত নাগরিককে ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত করার জন্য প্রধানমন্ত্রী এই যোজনা চালু করেছিলেন ৷ যে কোনও ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ পাশাপাশি ব্যাঙ্ক মিত্রের সাহায্যেও এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ এতে কোনও রকমের মিনিমান ব্যালেন্স রাখার দরকার নেই ৷