মধ্যবিত্তের জন্য বড় ধাক্কা! PPF, NSC, সুকন্যা সমৃদ্ধি যোজনায় সরকার কমাতে চলেছে সুদের হার
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এপ্রিল-জুন ২০২০ ত্রৈমাসিকের জন্য সরকার পিপিএফ, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনা সহ আরও স্কিমের সুদের হার কমাতে চলেছে ৷
advertisement
1/5

শীঘ্রই আরও বড় ধাক্কা লাগতে চলেছে মধ্যবিত্তের উপরে ৷ কারণ স্মল সেভিংস স্কিমে সুদের হার কমাতে পারে সরকার ৷ এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এপ্রিল-জুন ২০২০ ত্রৈমাসিকের জন্য সরকার পিপিএফ, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনা সহ আরও স্কিমের সুদের হার কমাতে চলেছে ৷
advertisement
2/5
সরকারি আধিকারিক জানিয়েছেন, রেপো রেট ও স্মল সেভিংস স্কিমের রেটের পার্থক্য শেষ করতে হবে ৷ এর জন্য স্মল সেভিংসের রেট কমাতে হবে ৷
advertisement
3/5
বিশ্বজুড়ে শেয়ার বাজারের টালমাটাল অবস্থা ৷ এর জন্য মার্কিন ফেড রেট কমিয়ে দিয়েছে ৷ মার্কিন ফেড রিজার্ভ ৩ মার্চ ইন্টারেস্ট রেট ৫০ বেসিস পয়েন্ট অর্থাৎ ০.৫০ শতাংশ কমিয়ে ১-১.২৫ শতাংশ করে দিয়েছে ৷
advertisement
4/5
এরপর বৃহস্পতিবার ব্যাঙ্ক অফ ইংল্যান্ডও ইন্টারেস্ট রেট ০.৫০ শতাংশ কমিয়ে ০.২৫ শতাংশ করে দিয়েছে ৷ এর জেরে আরবিআই-এর উপরেও রেট কমানোর চাপ রয়েছে ৷ বিশেষজ্ঞরা মনে করছেন এপ্রিল মাসে মনিটারি রিভিউ হওয়ার আগেই আরবিআই রেট কমানোর সিদ্ধান্ত নিতে পারে ৷
advertisement
5/5
বর্তমান ইন্টারেস্ট রেট- PPF 7.9 % NSC 7.9%, KVP 7.6% SCSS 8.6% পোস্ট অফিস সেভিংস 4% টার্ম ডিপোজিট 6.9-7.7% ৫ বছরের জন্য RD 7.2% SSY 8.4%
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
মধ্যবিত্তের জন্য বড় ধাক্কা! PPF, NSC, সুকন্যা সমৃদ্ধি যোজনায় সরকার কমাতে চলেছে সুদের হার