৫০ লক্ষ পেনশনভোগীদের বড় উপহার দিতে পারে মোদি সরকার, তিনগুণ বাড়তে পারে পেনশন
Last Updated:
advertisement
1/4

শীঘ্রই সরকার প্রোভিডেন্ট ফান্ড গ্রাহকদের বড় উপহার দিতে চলেছেন ৷ বৃহস্পতিবার পিএফ বোর্ডের বৈঠক রয়েছে ৷ তাতে ন্যূনতম পেনশন বাড়িয়ে ৩ হাজার করা হতে পারে ৷ এই সিদ্ধান্তে লাভবান হতে চলেছে ৫০ লক্ষ পেনশনভোগীরা ৷ এর পাশাপাশি পেনশনভোগীদের মেডিকেল কভার দেওয়া নিয়েও আলোচনা হতে পারে ৷
advertisement
2/4
এদিন সিবিটি বৈঠকের আগে FIAC (Fianace, investment and audit committee) বৈঠক হওয়ার কথা রয়েছে ৷ এই বৈঠকে পরিস্কার হয়ে যাবে পিএফ এর সুদের হার কত থাকবে ৷ তবে মনে করা হচ্ছে পিএফ-এর সুদে কোনও বদল করা হবে না ৷ বর্তমান সুদের হার অথার্ৎ ৮.৫৫% থাকবে পিএফ এর সুদের হার ৷
advertisement
3/4
ন্যূনতম পেনশন বাড়িয়ে তিনগুণ করা হতে পারে ৷ EPFO মেম্বার্সরা এখন ন্যূনতম ১০০০ টাকা পেনশন পান ৷ এবার তা বাড়িয়ে ৩০০০ টাকা পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷
advertisement
4/4
এছাড়া পেনশনভোগীদের মেডিকেল কভার দেওয়ার উপর আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এই সিদ্ধান্ত নেওয়া হলে ৫০ লক্ষ পেনশনভোগীরা সুবিধা পাবেন ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
৫০ লক্ষ পেনশনভোগীদের বড় উপহার দিতে পারে মোদি সরকার, তিনগুণ বাড়তে পারে পেনশন