TRENDING:

PAN 2.0: এই নতুন সিস্টেমের আওতায় কি পুরনো প্যান কার্ড বদলাতে হবে? জেনে নিন

Last Updated:
আমাদের দেশে এই PAN 2.0-এর মাধ্যমে বিদ্যমান প্যান সিস্টেমকে স্ট্রিমলাইন আর ডিজিটাইজ করার পরিকল্পনা করেছে আয়কর দফতর। 
advertisement
1/8
PAN 2.0: এই নতুন সিস্টেমের আওতায় কি পুরনো প্যান কার্ড বদলাতে হবে? জেনে নিন
দেশ জুড়ে PAN 2.0 প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। আসলে ভারতের বর্তমান পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (PAN) সিস্টেম পুনপর্যালোচনা করার জন্যই মূল এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের দেশে এই PAN 2.0-এর মাধ্যমে বিদ্যমান প্যান সিস্টেমকে স্ট্রিমলাইন আর ডিজিটাইজ করার পরিকল্পনা করেছে আয়কর দফতর।
advertisement
2/8
গত সোমবার অর্থাৎ ২৫ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স (CCEA) এই প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্যান আসলে একটি দশ-অঙ্কের ইউনিক আলফানিউমেরিক নম্বর। যা জারি করা হয় আয়কর দফতরের তরফ থেকে। এই সংখ্যার মাধ্যমে আয়কর দফতরের অনেক সুবিধা হয়। এর সাহায্যে তারা সমস্ত লেনদেন লিঙ্ক করতে পারে।
advertisement
3/8
বর্তমানে প্যান সিস্টেমে রয়েছে তিনটি ভিন্ন প্ল্যাটফর্ম:১. ই-ফাইলিং পোর্টাল২. UTIITSL পোর্টাল৩. Protean e-Gov পোর্টাল
advertisement
4/8
ই-ফাইলিং পোর্টাল হল ট্যাক্স রিটার্নস ফাইল করার জন্য এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম। আর UTIITSL পোর্টাল হল একটা ওয়েবসাইট। যা প্যান কার্ড সংক্রান্ত সকল পরিষেবা প্রদান করে থাকে।
advertisement
5/8
কিন্তু নতুন PAN 2.0 সিস্টেমে এই ভিন্ন তিন পোর্টাল একটি সিঙ্গেল এবং ইউনিফায়েড পোর্টালে পরিণত হবে। যার ফলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম একা হাতেই প্যান এবং ট্যান (ট্যাক্স ডিডাকশন অ্যান্ড কালেকশন অ্যাকাউন্ট নম্বর)-এর কাজ সামলাবে। এর মধ্যে অন্যতম হল - আবেদন, আপডেট, আধার-প্যান লিঙ্কিং, রি-ইস্যু রিকোয়েস্ট এবং অনলাইন প্যান ভ্যালিডেশন। মঙ্গলবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে সরকার। এর মাধ্যমে কর দফতর আসলে প্ল্যাটফর্মটিকে সহজ-সরল এবং ইউজার-ফ্রেন্ডলি বানানোর চেষ্টা করছে।
advertisement
6/8
সিবিডিটি-র ট্যুইট
advertisement
7/8
কিন্তু প্রশ্ন হচ্ছে, যাঁদের ইতিমধ্যেই প্যান কার্ড রয়েছে, তাঁদের কি আপগ্রেডেড সিস্টেমের অধীনে নতুন প্যানের জন্য আবেদন করতে হবে। সরকারের তরফে জানানো হয়েছে যে, বিদ্যমান প্যান-হোল্ডারদের নতুন প্যানের জন্য আবেদন করার প্রয়োজন নেই। এবার তাঁরা যদি ইমেল, মোবাইল অথবা ঠিকানা অথবা নাম কিংবা জন্মতারিখের মতো তথ্যে কোনও সংশোধন কিংবা কিছু আপডেট করাতে চান, তাহলে তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে PAN 2.0 প্রকল্পের আওতায় সেটা করাতে পারবেন। তাহলে একনজরে দেখা নেওয়া যাক, PAN 2.0-র মূল ফিচার।
advertisement
8/8
PAN 2.0-র মূল বৈশিষ্ট্য:১. একটাই পোর্টালে করা যাবে PAN/TAN সংক্রান্ত কাজ। যা ব্যবহারকারীর অ্যাক্সেসকে আরও সহজ করে তুলবে।২. পরিবেশ-বান্ধব পেপারলেস প্রক্রিয়া। এটা মূলত কাগজ-কলমে কাজ কমানোর জন্যই করা হচ্ছে।৩. বিনামূল্যে পাওয়া যাবে প্যান। আর এর জন্য প্রসেসিংয়ের সময়ও লাগবে কম।৪. ব্যক্তিগত এবং ডেমোগ্রাফিক ডেটা সুরক্ষিত রাখা হবে উন্নত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে। এর মধ্যে অন্যতম হল PAN Data Vault, একটি নির্দিষ্ট কল সেন্টার এবং হেল্পডেস্ক। আর এই কল সেন্টার এবং হেল্পডেস্কের মাধ্যমে গ্রাহকদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PAN 2.0: এই নতুন সিস্টেমের আওতায় কি পুরনো প্যান কার্ড বদলাতে হবে? জেনে নিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল