Government Employee Pension: বিরাট খবর! রাজ্য সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য বড় ঘটনা! জানা খুবই জরুরি
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Government Employee Pension: রাজ্য সরকারি কর্মী এবং বিশেষ করে পেনশনভোগীদের জন্য সেই নোটিসে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য রয়েছে।
advertisement
1/6

কলকাতা: গোটা দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। এরই মাঝে সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় বদল আনল রাজ্য সরকার (Government Of West Bengal)। ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্য সরকারের অর্থ দফতরের আওতায় থাকা ডিরেক্টোরেট অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস একটি নোটিস জারি করেছে। ৩০ এপ্রিল জারি করা সেই নির্দেশিকায় রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে।
advertisement
2/6
রাজ্য সরকারি কর্মী এবং বিশেষ করে পেনশনভোগীদের জন্য সেই নোটিসে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য রয়েছে। রাজ্য অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের স্বাক্ষরিত এই নোটিস ভোটের মাঝেই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।
advertisement
3/6
ডিরেক্টোরেট অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টসের জারি করা নির্দেশিকায় কলকাতায় অবস্থিত দু’টি ‘পে অ্যান্ড অ্যাকাউন্টস’ অফিসের ঠিকানা বদলের কথা জানানো হয়েছে। আগের জায়গা থেকে দু’টি অফিসকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে ওই নোটিসে।
advertisement
4/6
রাজ্য অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের স্বাক্ষর করা সেই নোটিসে জানানো হয়েছে, কলকাতায় পেনশন ডিসবার্সমেন্ট সেলের ঠিকানাও বদল করা হচ্ছে। আগামী ৯ মে, বৃহস্পতিবার থেকে এই দু’টি ‘পে অ্যান্ড অ্যাকাউন্টস’ অফিস এবং পেনশন ডিসবার্সমেন্ট সেল নতুন ঠিকানায় নিয়ে যাওয়া হচ্ছে। আগামী সপ্তাহ থেকে নতুন ঠিকানায় কাজ শুরু হবে।
advertisement
5/6
সবকটি অফিসই মির্জা গালিব স্ট্রিটে নিয়ে যাওয়া হয়েছে। এই আবহে সরকারি কর্মী এবং পেনশনভোগীদের প্রয়োজন পড়লে এরপর থেকে নতুন জায়গায় যেতে হবে। সিভিল ডিফেন্স বিল্ডিংয়ে অবস্থিত পুরনো ‘পে অ্যান্ড অ্যাকাউন্টস’ অফিস ১-এর নতুন ঠিকানা হচ্ছে ১১এ মির্জা গালিব স্ট্রিটে পুরনো খাদ্য ভবনের চার তলায়।
advertisement
6/6
এদিকে জহর বিল্ডিংয়ে অবস্থিত 'পে অ্যান্ড অ্যাকাউন্টস' অফিস ২-এর ঠিকানা বদলে চলে যাচ্ছে পুরনো খাদ্য ভবনের ৩ এবং ৪ তলায় (পশ্চিম দিকে)। আর পেনশন ডিসবার্সমেন্ট সেলও আসছে পুরনো খাদ্য ভবনের পশ্চিম দিকের ৩ তলায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Government Employee Pension: বিরাট খবর! রাজ্য সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য বড় ঘটনা! জানা খুবই জরুরি