Government Employee Pension: লাখ-লাখ সরকারি কর্মীদের জন্য সুখবর! ঘোষিত হল নতুন পেনশন স্কিম! কত টাকা পাবেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
Government Employee Pension: ২০২৫ সালের এপ্রিলের ১ তারিখ থেকে বলবৎ হবে এই নতুন প্রকল্প।
advertisement
1/7

সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের দাবি মেনে নূন্যতম ১০ হাজার টাকা পেনশন নিশ্চিত করল কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল পেনশন স্কিমের বদলে শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষিত হল কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প Unified Pension Scheme।
advertisement
2/7
নতুন Unified Pension Scheme অনুযায়ী, কোনও ব্যক্তি নূন্যতম ২৫ বছর চাকরি করলে অবসর গ্রহণের আগের শেষ ১২ মাসের বেতনের বেসিক পে'র ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন।
advertisement
3/7
Assured family pension-এর আওতায় কোনও সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবার শেষ পাওয়া মোট পেনশনের ৬০ শতাংশ টাকা পাবেন পেনশন হিসেবে।
advertisement
4/7
ন্যূনতম ১০ বছর চাকরি করলে Assured minimum pension অনুযায়ী প্রতি মাসে ১০ হাজার টাকা পেনশন পাবেন একজন সরকারি কর্মী।
advertisement
5/7
২০২৫ সালের এপ্রিলের ১ তারিখ থেকে বলবৎ হবে এই নতুন প্রকল্প। এই নতুন প্রকল্পে সুবিধা পাবেন ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী।
advertisement
6/7
নিজেদের পছন্দ এবং সুবিধামতো কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা National pension scheme (NPS) এবং Unified pension scheme (UPS) এর মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারবেন।
advertisement
7/7
কোনও রাজ্য সরকার যদি চায় তাহলে সংশ্লিষ্ট রাজ্য সরকারি কর্মচারীদের জন্যও Unified Pension Scheme-এর সুবিধা নিতে পারেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Government Employee Pension: লাখ-লাখ সরকারি কর্মীদের জন্য সুখবর! ঘোষিত হল নতুন পেনশন স্কিম! কত টাকা পাবেন?