ট্যাক্স রিফান্ডের জন্য অপেক্ষা করছেন? সাবধান! একটা মেসেজ কিন্তু খালি করে দিতে পারে আপনার অ্যাকাউন্ট!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
করদাতাদের কাছ থেকে অ্যাকাউন্ট ডিটেলস চেয়ে মেসেজ করছে প্রতারকরা। আর সেই ফাঁদে পা দিলেই ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট।
advertisement
1/6

আইটিআর ফাইল করার শেষ তারিখ (৩১ জুলাই) পেরিয়ে গিয়েছে। এখন শুধু ট্যাক্স রিফান্ডের অপেক্ষা। অনেকেই ইতিমধ্যে রিফান্ড পেয়েছেন। বেশ কিছু আয়কর রিটার্ন যাচাইয়ের কাজ চলছে। সেগুলো শেষ হলে, বাকিরাও পেয়ে যাবেন। এর মধ্যেই এক নতুন কেলেঙ্কারি প্রকাশ্যে এল। ব্যাঙ্ক জালিয়াতির নানা রকম ঘটনা প্রতিনিয়তই আমাদের সামনে আসে।
advertisement
2/6
এবার ট্যাক্স রিফান্ডেরনামে জনগণের সর্বস্ব লুঠ করার ঘটনা জানা গেল। ছকটা একই। শুধু লোভ দেখানোর কায়দাটা বদলে গিয়েছে। এতে ট্যাক্স রিফান্ডের টাকা ফেরত পাঠানোর জন্য করদাতাদের কাছ থেকে অ্যাকাউন্ট ডিটেলস চেয়ে মেসেজ করছে প্রতারকরা। আর সেই ফাঁদে পা দিলেই ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট।
advertisement
3/6
এমন প্রতারণার কথা জানিয়ে করদাতাদের সতর্ক করেছে পিআইবি। তাদের তরফ থেকে সাফ জানানো হয়েছে যো, ‘এই ধরনের মেসেজ ভুয়ো। আয়কর দফতর এমন কোনও বার্তা পাঠায় না। সতর্ক থাকুন’। পাশাপাশি এ-ও বলা হয়েছে যে, ‘আপনার ব্যক্তিগত তথ্য অপরিচিত ব্যক্তির হাতে তুলে দেবেন না’।
advertisement
4/6
কীরকম মেসেজ আসছে? করদাতাদের কাছে ইংরাজিতে পাঠানো হচ্ছে মেসেজ। তাতে লেখা থাকছে, ‘আপনার XXX টাকা আয়কর রিফান্ডের অনুমোদন দেওয়া হয়েছে। দয়া করে আপনার অ্যাকাউন্ট নম্বর XXX যাচাই করে জানান। যদি কোনও ভুল থাকে, তাহলে এই লিঙ্কে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন’। এই ধরনের মেসেজকে ভুয়ো বলেই জানিয়েছে পিআইবি।
advertisement
5/6
এই ধরনের বার্তা পেলে কী করা উচিত? আয়কর দফতর করদাতাদের কাছ থেকে অ্যাকাউন্ট নম্বর, পিন অথবা অন্য কোনও ব্যক্তিগত তথ্য চায় না। অতএব এই জাতীয় মেসেজ পেলে তা এড়িয়ে যাওয়াই উচিত। অ্যাকাউন্ট, ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড সংক্রান্ত কোনও তথ্য শেয়ার করলে আখেরে ঠকতে হবে। লিঙ্কে ক্লিক করার তো প্রশ্নই নেই।
advertisement
6/6
এই ধরনের লিঙ্কে ভাইরাসও থাকতে পারে। পাশাপাশি ভুয়ো আইটিআর রিফান্ডের মেসেজ এলে অভিযোগও দায়ের করা যায়। webmanager@incometax.gov.in -এ সেই ফোন নম্বর বা ই-মেল অ্যাড্রেসের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন করদাতারা। পাশাপাশি এর একটা প্রতিলিপি cert-in.org -এও পাঠানো যায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ট্যাক্স রিফান্ডের জন্য অপেক্ষা করছেন? সাবধান! একটা মেসেজ কিন্তু খালি করে দিতে পারে আপনার অ্যাকাউন্ট!