TRENDING:

Google: ঠিক কখন টিকিট কাটলে পাবেন সবচেয়ে সস্তা দামে! এবার জানা যাবে মাত্র কয়েক সেকেন্ডেই

Last Updated:
এমন কোনও ফ্লাইটের টিকিট যদি আপনি বুক করেন তাহলে সেই ফ্লাইটের টেক অফের আগে পর্যন্ত গুগল তার টিকিটের প্রাইস মনিটার করবে৷ যদি সেই ফ্লাইটের টিকিটের দাম আরও কমে, তাহলে গুগল সেই বাড়তি টাকা আপনাকে ফিরিয়ে দেবে৷ Google Flights-এর insights ফিচার আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে৷
advertisement
1/8
ঠিক কখন টিকিট কাটলে পাবেন সবচেয়ে সস্তা দামে! এবার জানা যাবে মাত্র কয়েক সেকেন্ডে
এখন ফ্লাইট বুক করা যাবে আরও সস্তায়। Google -এর এই নতুন ফিচার রেগুলার ট্রাভেলারদের জন্য অত্যন্ত কাজের হয়ে উঠবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল৷
advertisement
2/8
কী রয়েছে এই নতুন ফিচারে? কী বা তার নাম? কেমন ভাবেই বা কাজ করবে এই ফিচার? সমস্ত কিছুই ব্লগ পোস্ট করে জানিয়েছে গুগল৷
advertisement
3/8
Google Flights, হল গুগলের একটি অনলাইন ফ্লাইট বুকিং সার্চ সার্ভিস অ্যাপ৷ সম্প্রতি তাতে যোগ করা হয়েছে একটি নতুন ফিচার৷ যার নাম ‘ইনসাইটস’ ( insights)৷
advertisement
4/8
Google Flights অনুযায়ী, সাধারণত যাত্রার ৭২ দিন আগে টিকিট বুক করলে তা সবচেয়ে কম দামে পাওয়া যায়৷ কিন্তু, এর মাঝামাঝি কোনও টিকিট বুক করতে গেলেই আমাদের মাথায় প্রশ্ন আসে, এখন কি কাটব? এটা কি ভাল উইন্ডো চলছে? নাকি, দু’দিন পরে আবার দাম কমবে..
advertisement
5/8
গুগল ব্লগ পোস্ট করে জানিয়েছে, কোন সময় কোন জায়গার টিকিট সবচেয়ে কম খরচে কাটা যেতে পারে, তার সাজেশন দেবে Google Flights এই নতুন ফিচার৷
advertisement
6/8
Google Flights-এর অনেকগুলি জরুরি ফিচার রয়েছে৷ যার মধ্যে একটা হল ‘প্রাইস ট্র্যাকিং’৷ এই অপশন অন করলে, Google আপনাকে জানাবে আগামী কয়েকদিনের মধ্যে টিকিটের দাম কতটা কমতে পারে। এক্ষেত্রে, আপনি একটি নির্দিষ্ট ডিপারচার ডেট সেট করে দিতে পারেন।
advertisement
7/8
কিছু কিছু প্লেনের টিকিটের জন্য ‘price guarantee’-ও দেয় গুগল৷ সেক্ষেত্রে, প্লেনগুলির পাশে price guarantee ব্যাজ থাকে৷ এর অর্থ, গুগল নিশ্চিত ভাবে বলছে, এই যে ফেয়ার আপনি আজ দেখছেন, তা আগামিদিনে আর কমবে না৷
advertisement
8/8
এমন কোনও ফ্লাইটের টিকিট যদি আপনি বুক করেন তাহলে সেই ফ্লাইটের টেক অফের আগে পর্যন্ত গুগল তার টিকিটের প্রাইস মনিটার করবে৷ যদি সেই ফ্লাইটের টিকিটের দাম আরও কমে, তাহলে গুগল সেই বাড়তি টাকা আপনাকে ফিরিয়ে দেবে৷ Google Flights-এর insights ফিচার আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Google: ঠিক কখন টিকিট কাটলে পাবেন সবচেয়ে সস্তা দামে! এবার জানা যাবে মাত্র কয়েক সেকেন্ডেই
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল